প্রাণনাশের আশঙ্কায় বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান, জেনেনিন কত দাম?

বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার হুমকি এবং নিজের বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে গুলি চলার ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। নিজের প্রাণনাশের আশঙ্কা কমাতে এবার ভাইজান সাড়ে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। এই পদক্ষেপ তাঁর নিরাপত্তার বিষয়টিকে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
জানা গেছে, সালমান খানের কাছে আগেও বেশ কয়েকটি বুলেটপ্রুফ গাড়ি ছিল। তবে সম্প্রতি এই বিপুল দামের গাড়িটি কেনার মূল কারণ হিসেবে চলমান নিরাপত্তাজনিত হুমকির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে সালমান:
১৯৯৮ সালে রাজস্থানে একটি ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে জড়িয়ে পড়েন সালমান খান। সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন তিনি। এই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই বহুবার প্রকাশ্যে সালমানকে হুমকি দিয়েছেন।
গত বছরের ১৪ এপ্রিল সালমানের বান্দ্রার বাড়ির সামনে এক ভয়াবহ ঘটনা ঘটে। বাইকে করে এসে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতার বাড়ির দিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিষ্ণোই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে নেয়, যা সালমানের নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করে।
এছাড়াও, ওই বছরের নভেম্বরে মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমেও সালমান খানের উদ্দেশে প্রাণনাশের হুমকি আসে। এরপরই মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে।
কড়া নিরাপত্তায় মোড়া সালমানের জীবন:
বর্তমানে সালমান খানের সুরক্ষায় ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। তাঁর বান্দ্রার বাড়িটিকেও নতুন করে সাজানো হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। প্রতিটি জানালা বুলেটপ্রুফ করা হয়েছে এবং উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।
এত কিছুর পরও একের পর এক হুমকি সালমান খান এবং মুম্বাই পুলিশ উভয়েরই দুশ্চিন্তা বাড়িয়ে চলেছে। বলিউডের এই জনপ্রিয় অভিনেতার জীবন ঘিরে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এখন এক নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।