চিনেও ‘অপারেশন সিঁদুর’, পাকিস্তানকে কীভাবে শিক্ষা দিয়েছে ভারত? জানালেন রাজনাথ সিং

ভারত তার ‘জিরো টলারেন্স’ নীতির উপর অটল থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করল। বেইজিংয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর মঞ্চ থেকে পাকিস্তানের নাম না করে কড়া বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্ট ভাষায় বললেন, কিছু দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং তাদের নিন্দা জানাতে SCO-এর কোনো দ্বিধা থাকা উচিত নয়। এই প্রসঙ্গে তিনি গত ৭ই মে ভারতের সফল ‘অপারেশন সিঁদুর’-এর কথাও উল্লেখ করেন, যা সীমান্ত সন্ত্রাস নির্মূল করতে এবং সন্ত্রাসবাদী কাঠামো ভেঙে দিতে পরিচালিত হয়েছিল।

চীনের মাটিতে, পাকিস্তানের ‘বন্ধু’ রাষ্ট্রের সামনেই রাজনাথ সিং-এর এই সপাট বক্তব্য আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এর মতো অভিযান ছিল একটি উপযুক্ত জবাব।

প্রতিরক্ষামন্ত্রী সকল সদস্য রাষ্ট্রকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ মানবতার শত্রু এবং এর বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মর্মান্তিক মৃত্যুর পর ভারতজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই ভারত কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করে এবং দেশজুড়ে জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে। তারই ফলস্বরূপ, গত ৭ই মে মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি ভিন্ন স্থানে অবস্থিত জঙ্গি শিবিরগুলিতে সফলভাবে ‘অপারেশন সিঁদুর’ চালায়। এই অভিযানে পাকিস্তান মারাত্মকভাবে পর্যুদস্ত হয়। পরবর্তীতে পাকিস্তান সীমান্ত সংলগ্ন ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করলেও, ভারতের দৃঢ় প্রত্যুত্তর এবং সুপরিকল্পিত প্রতিরক্ষার কারণে তাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অবশেষে তাদের অনুরোধেই ভারত যুদ্ধবিরতির পথে হাঁটে।

বেইজিং থেকে রাজনাথ সিং-এর এই দৃঢ় বার্তা আবারও প্রমাণ করে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কোনো আপস করবে না এবং দেশের সুরক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।