BigNews: কালীগঞ্জে TMC-র বিজয় মিছিলে বোমা, বোমার আঘাতে নাবালিকার মৃত্যু

কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল জয় উদযাপনের মাঝেই এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ গোটা রাজ্য। সোমবার ভোটগণনার পর বিজয় মিছিল চলাকালীন বোমাবাজির শিকার হয়ে প্রাণ হারিয়েছে এক ১০ বছরের নাবালিকা। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বড়চাঁদঘরের মোলান্ডি এলাকায়, যা এখন থমথমে। এলাকাবাসী এবং বিরোধীদের অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে।

জানা গিয়েছে, নিহত চতুর্থ শ্রেণির ওই ছাত্রী সিপিএম সমর্থক একটি পরিবারের সদস্য। অভিযোগ উঠেছে, তৃণমূলের বিজয় মিছিল থেকে তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। সেই বোমার আঘাতেই নিষ্পাপ শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর থেকেই মোলান্ডি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার তীব্রতা উপলব্ধি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে লেখেন, “কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বড়চাঁদঘর এলাকায় বোমা বিস্ফোরণে এক নাবালিকার মৃত্যু হয়েছে। আমি স্তম্ভিত, অত্যন্ত ব্যথিত। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পুলিশ অবশ্যই এ বিষয়ে দ্রুত কড়া আইনি পদক্ষেপ নেবে। দোষীদের যত দ্রুত সম্ভব কড়া শাস্তি দিতে হবে।” তিনি আরও জানান, পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত থাকুক না কেন, কাউকে রেয়াত করা হবে না।

রাজ্য পুলিশও এই ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে, দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। বোমা কারা ছুড়লো, কোথা থেকে এলো এবং এর পেছনে কাদের হাত রয়েছে, তা জানতে জেলা পুলিশ জোরদার তদন্তে নেমেছে।

এদিকে, নির্বাচন কমিশনও এই ঘটনার উপর সতর্ক নজর রাখছে। কমিশনের তরফে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। উপনির্বাচনের পর এমন সহিংস ঘটনায় কমিশন উদ্বেগ প্রকাশ করেছে।

বিজয়ের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়েছে। রাজনৈতিক রেষারেষির বলি কি হলো একটি নিষ্পাপ শিশুর জীবন? এই প্রশ্নই এখন মোলান্ডি সহ রাজ্যের সচেতন মহলে ঘুরপাক খাচ্ছে। আপাতত পুলিশি তদন্তে কী তথ্য উঠে আসে এবং দোষীরা কবে ধরা পড়ে, সেদিকেই তাকিয়ে আছে সবাই।