রথের পুরীতে যাওয়ার ট্রেনের টিকিট মিলছে না? ৩৬৫টি স্পেশাল ট্রেন চালু করলো রেল

আর মাত্র কয়েক দিন বাকি, তারপরই সারা বিশ্বের জগন্নাথ ভক্তদের মিলনমেলা বসবে পুরীর জগন্নাথধামে। রথের রশিতে টান দিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এই বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে এবং ভক্তদের সুবিধার জন্য ভারতীয় রেলওয়ে এবারও বিশেষ রথযাত্রা স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে। গতবারের রেকর্ড ভেঙে এবার পুরীগামী ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে।
ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের রথযাত্রা উপলক্ষে পুরী অভিমুখী মোট ৩৬৫টি বিশেষ ট্রেন চালানো হবে। গত বছর এই সংখ্যা ছিল ৩১৫, যা এবার অনেকটাই বাড়ানো হয়েছে। শুধুমাত্র নিয়মিত ট্রেনের ওপর চাপ না বাড়িয়ে, পুণ্যার্থীদের যাত্রা মসৃণ করতেই এই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা। রেলের তরফে জানানো হয়েছে, ওড়িশার বিভিন্ন জেলা যেমন জগদ্দলপুর, গুনুপুর, রায়গড়, বালেশ্বর, জুনাগড় রোড, বাদামপাহাড়, আঙ্গুল, বীরমিত্রপুর প্রভৃতি স্থান থেকে পুরী যাওয়ার জন্য একাধিক বিশেষ ট্রেন পরিচালিত হবে।
বাংলার ভক্তদের জন্যও সুসংবাদ রয়েছে। এ রাজ্য থেকে সাঁতরাগাছি থেকে বিশেষ রথযাত্রা ট্রেন ছাড়বে। এছাড়া অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ছত্তীসগঢ়ের গোন্দিয়া থেকেও পুরীর উদ্দেশে বিশেষ ট্রেন চলবে। প্রশাসনিক কর্তারা মনে করছেন, এই বিপুল সংখ্যক অতিরিক্ত ট্রেন চালানোর ফলে ভিড়ের চাপ সামলানো এবং কোনো রকম বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।
দিঘাতেও রথযাত্রার উন্মাদনা: লোকাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি:
শুধু পুরী নয়, এবার রথযাত্রা উৎসবের ঢেউ আছড়ে পড়বে দিঘাতেও। সেখানেও লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমের আশা করছে স্থানীয় প্রশাসন। দিঘার জগন্নাথ মন্দির নিয়ে সম্প্রতি বাড়তি আকর্ষণ তৈরি হওয়ায়, সেখানেও রথযাত্রা উপলক্ষে বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পাঁশকুড়া থেকে দুটি বিশেষ লোকাল ট্রেনের সময়সীমা দিঘা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই দুটি ট্রেন গত ৯ এপ্রিল থেকে দিঘা-পাঁশকুড়া রুটে চালু হয়েছিল এবং সেগুলির মেয়াদ ছিল ৮ জুন পর্যন্ত। দক্ষিণ-পূর্ব রেলওয়ে সেই মেয়াদ প্রথমে ২২ জুন পর্যন্ত বাড়ায়, এবং এখন রথযাত্রার আগে আবারও তা বাড়িয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত করা হয়েছে।
পাঁশকুড়া-দিঘা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি সকাল ১১টায় পাঁশকুড়া থেকে ছাড়বে। অন্যদিকে, দিঘা-পাঁশকুড়া প্যাসেঞ্জার লোকাল দিঘা থেকে দুপুর ২:৫০ মিনিটে যাত্রা শুরু করবে। এই পদক্ষেপ নিঃসন্দেহে রথযাত্রার সময় দিঘায় আগত পুণ্যার্থীদের যাতায়াতকে আরও সহজ করবে।