বাংলাদেশে হাসিনার পতন উদযাপন, ৫ অগস্ট ছুটির ঘোষণা ইউনূস সরকারের!

বর্তমানে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হওয়ার পর, অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টকে “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস” হিসেবে সরকারি ছুটি ঘোষণা করেছে। এই দিনটি শেখ হাসিনা সরকারের পতন দিবস হিসেবে চিহ্নিত হবে এবং দেশজুড়ে পালিত হবে।
বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই ঘোষণা দেন। তিনি জানান, গত বছরের জুলাই মাসে শুরু হওয়া গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালন করা হবে, যা ৫ আগস্ট পর্যন্ত চলবে। মূল অনুষ্ঠান শুরু হবে ১৪ জুলাই।
ফারুকী বলেন, গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেভাবে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই আন্দোলনকে সম্মান জানাতেই এই কর্মসূচি পালন করা হবে। ৫ আগস্ট, যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, সেই দিনটিকে ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসাবে পালন করা হবে এবং ওই দিনটি সরকারি ছুটি থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক গণ-আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর তার বাসভবনে লুটপাট চালায় উচ্ছৃঙ্খল জনতা। আসবাবপত্র থেকে হাঁস-মুরগি, এমনকি শেখ হাসিনার শাড়ি-ব্লাউজও লুট করা হয় বলে অভিযোগ ওঠে।
এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে ৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হবে।