বজবজে সুকান্তকে ঘিরে স্লোগান! ‘চপ্পল’ হামলার অভিযোগ, উত্তপ্ত রাজ্য রাজনীতি

বৃহস্পতিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজে এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল রাজ্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করা হয়, যার জেরে আটকে দেওয়া হয় তাঁর কনভয়। অভিযোগ উঠেছে যে, তাঁকে লক্ষ্য করে চপ্পলও ছোঁড়া হয়েছে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। কলকাতা ফিরেই আক্রান্তদের নিয়ে বৃহস্পতিবার রাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার।
অভিযোগের আঙুল অভিষেকের দিকে: ‘ডায়মন্ড হারবার কি দেশের বাইরে?’
রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার সরাসরি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, এই লোকসভা কেন্দ্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ক্রমাগত গণতন্ত্রকে ধ্বংস করে চলেছে। ধারাবাহিক কিছু ঘটনার উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, “ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি কি দেশের বাইরে?” মোদি মন্ত্রিসভার এই সদস্যের এই প্রশ্ন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
বিজেপির রাজ্য সভাপতির দাবি, যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রীরই নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে থাকবে? তিনি জানান, “গোটা ঘটনার বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছি। তিনি এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন। ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও রিপোর্ট জমা দিতে পারেন।” সুকান্ত মজুমদার আরও বলেন, “বজবজে ভারতীয় জনতা পার্টির আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচিতে গিয়ে তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়তে হয় আমাদের। রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় হুমকি দেওয়া হয়, গাড়িতে হামলা হয়, আর সবটাই ঘটেছে পুলিশ-প্রশাসনের সামনে।”
বজবজের ঘটনাক্রম: কেন উত্তপ্ত হলো পরিস্থিতি?
ঘটনার সূত্রপাত হয়েছিল বজবজ-1 বিডিও অফিসের সামনে। বিজেপির অভিযোগ, সেখানে তৃণমূল স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এমনকি, দলের চার স্থানীয় নেতাকর্মীকে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করে বিজেপি। এই ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে আক্রান্তদের সঙ্গে দেখা করতে বজবজে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর এই সফর ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুকান্ত মজুমদারের কনভয় আটকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই উত্তেজনার আবহে তাঁর দিকে চপ্পল ছোঁড়ার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদ জানাতেই এদিন রাজভবনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি রাজ্যপালের কাছে গোটা ঘটনায় যথাযথ পদক্ষেপের আর্জি জানান। এই ঘটনা আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।