এবার IndiGo-র বিমানে যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশ থেকেই ফিরল, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন?

সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের উপর্যুপরি বিমান বিভ্রাট যাত্রী সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্নচিহ্ন তৈরি করেছে। গতকাল বুধবার একদিনেই ইন্ডিগোর তিনটি বিমানে ভিন্ন ভিন্ন কারণে বিভ্রাট দেখা যায়, যার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

আজ সকালে দিল্লি থেকে লেহগামী ইন্ডিগোর ফ্লাইট 6E 2006 যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লিতে জরুরি অবতরণ করে। বিমানটি টেক-অফ করার কিছুক্ষণ পরেই ত্রুটি ধরা পড়ায় সেটিকে ফিরিয়ে আনা হয়। ১৮০ জন যাত্রী নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও, এই ঘটনা যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ভুবনেশ্বর-কলকাতা বিমান বাতিল: পাখির ধাক্কায় বিপত্তি!

গতকাল বিকেলে ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ইন্ডিগোর আরও একটি বিমানের। টেক-অফের সময়ই বিমানে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয় এবং সঙ্গে সঙ্গে রানওয়েতে বিমান থামিয়ে পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়। বিমান কর্তৃপক্ষের দাবি, পাখির ধাক্কায় এই বিপত্তি ঘটে। প্রায় দেড় ঘণ্টা ভুবনেশ্বর বিমানবন্দরে আটকে থাকার পর বিমানটি বাতিল করা হয়। এই আকস্মিক সিদ্ধান্তে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।

একই দিনে রায়পুরেও ইন্ডিগোর একটি বিমান বিভ্রাটের মুখে পড়ে। দিল্লি থেকে রায়পুর গিয়েছিল ইন্ডিগোর ফ্লাইট 6E 6312। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ রায়পুরের বীর নারায়ণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পরই বিপত্তি দেখা দেয়। যদিও এই ঘটনায় বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবে পরপর তিনটি ঘটনা ইন্ডিগোর রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

বিমান পরিবহণ বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন এমন ঘটনা একটি এয়ারলাইন্সের জন্য ভালো লক্ষণ নয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডিগো কর্তৃপক্ষের অবিলম্বে এই বিষয়গুলি খতিয়ে দেখা উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।