অরিজিৎ সিংকে কোনও কনসার্ট/শোতে ডাকতে চান? ২ ঘণ্টা পারফর্ম করতে গায়ক কত কোটি নেন জানেন?

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল গায়ক অরিজিৎ সিংয়ের ফ্যান ফলোয়িং কেবল অসামান্যই নয়, তাঁর প্রতিটি গানই যেন শ্রোতাদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। এবার তাঁর পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সিনেমার গানের জন্য গায়কদের মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার বিষয়টি জানা থাকলেও, সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে যে অরিজিৎ তাঁর লাইভ পারফরম্যান্সের জন্যও আকাশছোঁয়া টাকা নিচ্ছেন। শোনা যাচ্ছে, মাত্র ২ ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য গায়ক ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন!

এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন আরেক জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য। অরিজিৎ সিংয়ের প্রশংসা করে রাহুল বলেছেন, অরিজিৎ এমন একজন শিল্পী, যাঁর কাছ থেকে অন্য গায়করা নিজেদের প্রাপ্য পারিশ্রমিক দাবি করতে শিখেছেন। রাহুল বলেন, “অরিজিৎ আগে শো করতে চাইতেন না। তাই হয়তো এমন এক অঙ্কের কথা বলতেন যা প্রযোজকরা রাজি হতেন না। কিন্তু না, এখন প্রযোজকরা রাজি হচ্ছেন এবং তিনি পারফর্মও করছেন। তখন অরিজিৎ ও তাঁর ম্যানেজমেন্ট টিম অনেক গায়ক-গায়িকাকে শিখিয়েছেন কীভাবে নিজেদের পারিশ্রমিক চাইতে হয়।”

রাহুল আরও যোগ করেন, “আগে শুধু গায়কদের পারফরম্যান্সের জন্য লক্ষাধিক টাকায় কথা হতো, এখন তা কোটিতে গিয়ে ঠেকেছে।” তবে অরিজিতের আরেকটি বিশেষত্ব হল, এত সফল হওয়া সত্ত্বেও তিনি এখনও নিজের জীবনকে লো প্রোফাইল রাখেন এবং খুব বেশি কিছু দেখান না।

আপনাদের জানিয়ে রাখি, অরিজিৎ সিং এবার আরও একটি আশ্চর্যজনক কীর্তি গড়তে চলেছেন। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের একটি বড় স্টেডিয়ামে তাঁর পারফর্ম করার কথা রয়েছে। তিনিই হবেন প্রথম ভারতীয় গায়ক যিনি এই ঐতিহাসিক অর্জন করবেন।

স্পটিফাইয়ে অরিজিৎ অন্যতম জনপ্রিয় শিল্পী। তাঁর ফলোয়ারের সংখ্যা ১৪০ মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা তাঁকে টেইলর সুইফট, এড শিরান এবং আরিয়ানা গ্রান্ডের মতো বিশ্বখ্যাত শিল্পীদের পেছনে ফেলে দিয়েছে এই তালিকায়। অরিজিৎ সিংয়ের এই সাফল্য নিঃসন্দেহে ভারতীয় সঙ্গীত জগতের জন্য এক বিশাল গর্বের বিষয়।