বিশেষ: টাকার লোভেই বাহুডোরে ছিলেন কিমের মতো তারকারাও, করেছেন ৬টি বিয়ে, কে এই ব্যক্তি?

অস্ট্রিয়ার ধনকুবের রিচার্ড লুগনার বিলাসবহুল ও বর্ণময় জীবন নিয়ে কম কথা হয় না দুনিয়াজুড়ে। তার নারী আসক্তিও অনেকের আলোচনায় বার বার উঠে আসে। আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানকে ডেট করা থেকে এক ৬টি বিয়ে; কী নেই তার তার আমলনামায়! কিছুদিন আগে তিনি শেষ বিয়ের ঘোষণা দিয়েই খবরের শিরোনাম হয়েছিলেন। বিয়ের দুমাস পরই ৯১ বছরের এই সফল ব্যবসায়ী সোমবার ভিয়েনায় তার প্রাসাদোপম ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লুগনার ছিলেন একজন সফল অস্ট্রিয়ান ব্যবসায়ী; যিনি রিয়্যাল এস্টেট ব্যবসায়ে নিজের ভাগ্য গড়ে তুলেছিলেন। গড়ে উঠেছিল লুগনার সাম্রাজ্য। ১৯৭৫ সালে লুগনার তার প্রথম বড় প্রকল্প অস্ট্রিয়ার প্রথম এবং বৃহত্তম মসজিদ ‘ভিয়েনা ইসলামিক সেন্টার’ নির্মাণের কাজে হাত দেন।

আইনি বাধা পেরিয়ে ১৯৭৭ সালের ১ জুলাই নির্মাণকাজ শুরু করেন লুগনার। ১৯৭৯ সালের ২০ নভেম্বর কাজ শেষ হয়। অস্ট্রিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মসজিদটির উদ্বোধন করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লুগনারকে। তার সবচেয়ে দামি সম্পত্তির মধ্যে একটি হল ভিয়েনার ‘আইকনিক লুগনার সিটি শপিং সেন্টার’। ১৯৯০ সালে তিনি এটি তৈরি করেছিলেন।

লুগনার সাম্প্রতিককালে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং তার অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু স্বাস্থ্যের কারণে তাকে দমিয়ে রাখা যায়নি। গত ১ জুন ৪২ বছর বয়সি সিমোন রেল্যান্ডারর সঙ্গে রিচার্ড লুগনার ভিয়েনা সিটি হলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় তার ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লুগনার আলোচিত ছিলেন তার জীবনযাত্রা ও তারকা বন্ধুবান্ধবদের জন্য। কে ছিলেন না সেই তালিকায়! কিম কার্দাশিয়ান, পামেলা অ্যান্ডারসনের পাশাপাশি জোয়ান কলিন্স, জেন ফন্ডা, প্যারিস হিল্টনকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে তার সঙ্গে।

১৯৩২ সালে ভিয়েনায় জন্মগ্রহণ করা লুগনার ষাটের দশকে ছোট আকারের প্রকল্পগুলোতে মনোনিবেশ করে নির্মাণ ব্যবসায় দ্রুত নিজের একটি জায়গা তৈরি করতে সমর্থ হন। গত ফেব্রুয়ারিতেও ভিয়েনা অপেরায় এলভিস প্রিসলির প্রাক্তন স্ত্রী প্রিসিলা প্রিসলির সঙ্গে বল নাচে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে।

লুগনার, যাকে ‘মি. কনক্রিট’ বলে ডাকা হতো। তিনি কিম কার্দাশিয়ান, গেরি হ্যালিওয়েল এবং প্যারিস হিল্টনের মতো তারকাদের ‘অপেরা বল’-এ তার ‘সঙ্গী’ হয়ে থাকার জন্য কয়েক কোটি টাকা দিতেন বলে জানা গেছে। লুগনার ১৯৯২ সাল থেকে বিখ্যাত ভিয়েনা ‘অপেরা বল’-এ বিশ্বের বড় বড় তারকাদের আমন্ত্রণ করে সংবাদের শিরোনামে থেকেছেন বরাবর।

অস্ট্রিয়ার এই ধনকুবের ভিয়েনার তারকাসমাজের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বিভিন্ন সংবাদপত্রের তথ্য বলছে, ২০১৩ সালে রিচার্ড লুগনারের সঙ্গে ‘ভিয়েনা বল’-এ কিম কার্দাশিয়ান যোগ গিয়েছিলেন পাঁচ লাখ আমেরিকান ডলারের বিনিময়ে। যদিও এই ব্যবসায়ী তার অতিথিদের কত সম্মাননা দিয়েছিলেন সে বিষয়ে প্রকাশ্যে কোনো দিনই কিছু বলেননি। প্রতি বছর কমপক্ষে এক জন তারকাকে বল-এ আমন্ত্রণ জানিয়ে তার নিজের ব্র্যান্ডের প্রচারের সুযোগটি কাজে লাগাতেন বলে জানিয়েছে অস্ট্রিয়ার সংবাদমাধ্যম।

লুগনার তার দীর্ঘ জীবনে ৬ বার বিয়ে করেছিলেন। কিন্তু প্রতি বারই অশান্ত প্রেমের কারণে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। তার বিবাহিত জীবনের উত্থান-পতনের খবর নিয়মিত প্রকাশিত হত, কারণ তিনি নিজের সম্পর্কে মুখ খুলতে বরাবরই আগ্রহী ছিলেন। ১৯৬১ সালে লুগনার ক্রিস্টিন জিমিনারকে বিয়ে করেন। ১৯৭৮ সাল পর্যন্ত সেই বিয়ে টিকেছিল। এর পর তিনি ১৯৭৯ সালে কর্নেলিয়া লাফার্সওয়েলারকে বিয়ে করেন। কিন্তু চার বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। দ্বিতীয় বিবাহবিচ্ছেদের ঠিক এক বছর পর সুজান ডিট্রিচের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৮৯ সালে এই দম্পতি আলাদা হয়ে যান। লুগনার তার চতুর্থ স্ত্রী ক্রিস্টিনা লুগনারের সঙ্গে ১৯৯০-২০০৭ পর্যন্ত ১৭ বছর সংসার করেন।

২০১৪ সালে তিনি পঞ্চম বার গাঁটছড়া বাঁধেন ক্যাথি শ্মিটজের সঙ্গে। লুগনার ও ক্যাথি শ্মিটজের বয়সের পার্থক্য ছিল ৫৭ বছর। এই দম্পতি ৮০৯ দিন পরে, অর্থাৎ ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ করেছিলেন। ধনকুবের ২০২১ সালে সিমোন রেল্যান্ডারের সঙ্গে তার সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

স্বামীর মৃত্যুর বেশ কিছু দিন পর নীরবতা ভাঙেন সিমোন। ৪২ বছরের সিমোন তার চেয়ে ৪৯ বছরের বড় প্রয়াত স্বামীকে ‘জীবনের স্বপ্ন’ বলে সমাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করে তার স্মৃতিচারণা করেছেন। সদ্য স্বামীহারা সিমোন ইনস্টাগ্রামে তার শোকবার্তার সঙ্গে রিচার্ডের একটি ছবিও শেয়ার করে নিয়েছেন। এর আগে তাদের বিয়ের পোশাকে বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সিমোন।

লুগনার চার সন্তানের পিতা। তাদের মধ্যে আলেকজান্ডার এবং আন্দ্রেয়াস হলেন রিচার্ড এবং ক্রিস্টিনের সন্তান। নাদিন জেনিন এক অভিনেত্রীর সন্তান। সেই অভিনেত্রীকে অবশ্য তিনি বিয়ে করেননি। আর জ্যাকলিন লুগনার তার চতুর্থ স্ত্রীর সন্তান। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দু’বার প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন রিচার্ড লুগনার।