“ক্লাস ফোরে মেরেছিলেন…”-৬২ বছর বয়সে এসে সেই বন্ধুকে আক্রমণ করে প্রতিশোধ অন্য বন্ধুর

সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে ছোটবেলার ঝগড়া-ঝামেলা সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। কিন্তু সেই ঝগড়া পুষে রেখে ৬৫ বছর বয়সে এসে বন্ধুর উপর প্রতিশোধ নেওয়ার এক নজিরবিহীন ঘটনা সামনে এল কেরলের কাসারগদ জেলায়। ৫০ বছর আগের দুই সহপাঠীর রিইউনিয়নে এই হাতাহাতির ঘটনা দেখে অবাক হয়েছেন অনেকেই।
গত ২ জুন, কাসারগদের একটি স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী বা রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই যোগ দিয়েছিলেন বহু প্রাক্তন ছাত্র। অভিযোগ উঠেছে, ভিজে বাবু নামের একজনকে আক্রমণ করেন বালাকৃষ্ণন ও ম্যাথিউ। এদের মধ্যে বালাকৃষ্ণন বাবুর সঙ্গে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করতেন। ম্যাথিউ ঘটনাস্থলে বালাকৃষ্ণনের সঙ্গে ছিলেন এবং তিনিও মারধরে অংশ নেন।
এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, প্রায় ৫০ বছর আগে, চতুর্থ শ্রেণীতে পড়াকালীন বাবু ও বালার মধ্যে একটি ঝামেলা হয়েছিল। সেবার হাতাহাতিও হয়েছিল, কিন্তু পরে দুই পক্ষ বিষয়টি মিটিয়ে নিয়েছিল। তবে রিইউনিয়নের দিন সেই পুরনো প্রসঙ্গটি আবার ওঠে এবং বাবুকে ব্যাপক মারধর করা হয়।
অভিযোগ অনুযায়ী, রিইউনিয়নের দিন বাবুকে ম্যাথিউ এবং বালাকৃষ্ণন জিজ্ঞাসা করেন যে, ৫০ বছর আগে কেন তাদের মধ্যে মারামারি হয়েছিল। এই কথাবার্তা চলতে চলতে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। একপর্যায়ে বালাকৃষ্ণন ও ম্যাথিউ মিলে বাবুকে আক্রমণ করে বসেন। বাবুর মুখে এলোপাথাড়ি ঘুষি মারা হয়, তাতে তিনি গুরুতর জখম হন। তার মুখে আঘাত লাগে এবং রক্ত জমে যায়।
আঘাত এতটাই বেশি ছিল যে বাবুকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়, এবং তিনি এখনও চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
৬৫ বছর বয়সী দুই প্রবীণ বন্ধুর মধ্যে ৫০ বছরের পুরনো ঝগড়াকে কেন্দ্র করে এমন রক্তারক্তি কাণ্ড কাসারগদে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি যেন প্রমাণ করে, পুরনো শত্রুতা কখনও কখনও দীর্ঘকাল ধরে সুপ্ত থাকে এবং অপ্রত্যাশিত মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।