“একটা সময় সিনেমাই বন্ধ হয়ে যাবে”-অনির্বাণের বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় টলিউড

আসন্ন ছবি ‘পক্ষীরাজের ডিম’-এর মুক্তির প্রাক্কালে বলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য আবারও টলিউডের পরিস্থিতি এবং চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে নিজের বিস্ফোরক মন্তব্য পেশ করেছেন। এক বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করা অনির্বাণ এবার দাবি করলেন, “সারা পৃথিবীতেই সিনেমা কম হচ্ছে… সিনেমা ইজ আ ডাইং আর্ট ফর্ম। শিল্পের এই ধারাটা মারা যাচ্ছে।” তার এই মন্তব্য বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্পর্কে তার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার মনে হয় সারা পৃথিবীতেই সিনেমা কম হচ্ছে। হয়তো ভারতবর্ষেও সিনেমা কম হচ্ছে। সিনেমা ইজ আ ডাইং আর্ট ফর্ম। শিল্পের এই ধারাটা মারা যাচ্ছে। এটা শুনতে খারাপ লাগুক, তেঁতো লাগুক, এটা সত্যি কথা।”

সিনেমা ‘মৃতপ্রায় শিল্প’ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনির্বাণ বলেন, যখন আমরা কমার্শিয়াল সিনেমা করি, তখন সবাইকে নিয়ে একসঙ্গে হলে গিয়ে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখার কথা বলতে খুব ভালো লাগে। আদতে আমাদের উদ্দেশ্যটা থাকে বিনোদন নেওয়া, বিনোদনের কাছে যাওয়া। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। তিনি যুক্তি দেন, “আমি সর্বক্ষণ বিনোদনকে নিয়ে ঘুরছি। আমার পকেটে হোক, আমার ল্যাপটপে হোক। সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমা একটা মৃতপ্রায় শিল্প।”

তার মতে, বিনোদন দেওয়ার জিনিস এখন ইন্টারনেটের মাধ্যমে হাতের মুঠোয় চলে এসেছে। এই পরিস্থিতিতে সিনেমা কীভাবে একই রকম থাকবে? অনির্বাণের কথায়, “আরও কমবে। কমতে কমতে একটা সময়ে বন্ধ হয়ে যাবে।”

অনির্বাণ আরও বলেছেন, “সিনেমা মানে বড়পর্দার সিনেমা, হলে গিয়ে যেটা দেখতে হয়। ওটিটিতে হয়তো সিনেমা রিলিজ হবে। সিনেমাহলে হয়তো হবে না। লঙ ফরম্যাট কনটেন্টের জোর প্রতিদিন কমছে।” তিনি স্বীকার করেন, মারপিট, ধুমধাড়াক্কা সিনেমা হলে লোকে এখনও ৪ ঘণ্টাও দেখছে। কিন্তু “একটু ভালোবাসার কথা, একটু গভীর কথা, মানুষ একদম দেখতে চাইছেন না। সেই ধারাটা হয়তো বদলে যাবে।”

অনির্বাণ ভট্টাচার্যের এই মন্তব্য টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তার এই বিস্ফোরক উক্তি চলচ্চিত্র শিল্পের ভবিষ্যত নিয়ে কতটা আশঙ্কার সৃষ্টি করে এবং অন্যান্য শিল্পীরা এই বিষয়ে কী প্রতিক্রিয়া দেন, সেটাই এখন দেখার বিষয়।