আবাসনে ভয়ংকর আগুন! প্রাণ বাঁচাতে আট তলা থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল বাবা ও দুই সন্তানের

প্রাণ বাঁচাতে আট তলা থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল বাবা এবং তার দুই সন্তানের। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকার সেক্টর ১৩-এর একটি আবাসনে। মঙ্গলবার সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বহুতলের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে এবং মোট তিনজনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আবাসনের আট তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে আবাসনের অনেকটাই অংশে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে দমকল পৌঁছনোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, আট তলায় আগুন লাগার কারণে ওই ফ্লোরে বসবাসরত যাদব পরিবার আটকে পড়ে। আগুনের ভয়াবহ রূপ দেখে যাদব পরিবারের ১০ বছরের ছেলে ও মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কোনো উপায় না দেখে, তারা ঘরের লাগোয়া বারান্দা থেকে ঝাঁপ দেয়। সন্তানদের ঝাঁপ দিতে দেখে তাদের বাবা যশ যাদবও আগুন থেকে বাঁচতে বারান্দা থেকে ঝাঁপ দেন।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আগুনের মধ্যেই আটকে পড়েন যাদব পরিবারের আরও দুই সদস্য—যশ যাদবের বড় ছেলে এবং স্ত্রী। পরে দমকল বাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্কিত প্রতিবেশীরা এমন মর্মান্তিক পরিণতিতে স্তম্ভিত। দমকল বাহিনী অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে।