সুশ্রীতা সোরেন মামলায় আগামী ১৭ জুনের মধ্যে রাজ্যকে FIR কপি জমা করার নির্দেশ দিল হাইকোর্ট

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সামিল হয়ে পুলিশি নির্যাতনের শিকার হওয়া AIDSO নেত্রী সুশ্রীতা সোরেন মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্যকে আগামী ১৭ জুনের মধ্যে FIR কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।
এদিন, সুশ্রীতা সোরেনের আইনজীবী আদালতে অভিযোগ করেন যে, তাঁদেরকে FIR-এর কপি দেওয়া হচ্ছে না। এর পরেই বিচারপতি রাজ্যকে FIR কপি জমা দেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, মেদিনীপুর মহিলা থানায় AIDSO নেত্রী সুশ্রীতা সোরেন-সহ তরুণী আন্দোলনকারীদের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। তবে কতজন পুলিশ অফিসারের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বা তদন্ত কোন পথে এগোচ্ছে – সে বিষয়ে রাজ্য এদিন আদালতে কিছুই স্পষ্ট করেনি।
প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর AIDSO-এর মহিলা সদস্যদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে। মোমের ছ্যাঁকা দেওয়া থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় মারধর করার মতো ভয়াবহ অভিযোগ আনেন এআইডিএসও-র নিগৃহীত চার মহিলা কর্মী-সমর্থক। একটি সাংবাদিক বৈঠক করে তাঁরা প্রথমে লকআপে পুলিশের নৃশংস অত্যাচারের অভিযোগ সামনে আনেন। এমনকি, নিগৃহীতারা রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘোরার পরেও, তাঁদের চিকিৎসা করে কোনও ইনজুরি রিপোর্ট দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন। সুশ্রীতা সোরেনের আইনজীবী আদালতেও এই বিষয়টি তুলে ধরেন।
এর আগে, এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু রাজ্য সিটের গঠন ও সিটের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। এদিন, রাজ্যের সেই আবেদনের প্রেক্ষিতে আদালত কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি। ফলে, মামলার পরবর্তী শুনানি এবং FIR কপির জমা দেওয়ার নির্দেশ এই ঘটনায় নতুন মাত্রা যোগ করল।