প্রথম কামড়ে আইসক্রিমটা একটু ভাঙতেই বেরিয়ে এল টিকটিকি! ভয়ে সিঁটিয়ে গেল নাবালক

গরমের দিনে ঠান্ডা আইসক্রিমের আমেজ নিতে গিয়ে এক মর্মান্তিক অভিজ্ঞতার শিকার হলো পঞ্জাবের লুধিয়ানার এক নাবালক। ২০ টাকা দামের একটি চকো বার আইসক্রিমের ভেতরে মিলল আস্ত একটি টিকটিকির দেহ, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরনগর এলাকায়।

সোমবার লুধিয়ানার সুন্দরনগরে ঘটে এই ঘটনা। স্থানীয় এক পথবিক্রেতার কাছ থেকে ‘মিল্ক বেল’ কোম্পানির চকো বার আইসক্রিম কেনে ওই নাবালক। প্রথম কামড়েই আইসক্রিমের ভাঙা অংশে একটি ছোট্ট মরদেহের আভাস পায় সে। ভয়ে ছুটে যায় নিজের ঠাকুমার কাছে। এরপর আইসক্রিমটি ভাঙতেই দেখা যায়, তার ভিতর থেকে বেরিয়ে এসেছে একটি টিকটিকির দেহ।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। প্রতিবেশীরা জড়ো হয়ে আইসক্রিম বিক্রেতাকে ঘিরে ধরেন। বিক্রেতা জানান, যেহেতু আইসক্রিমটি কারখানায় তৈরি, তাই এর সঙ্গে তাঁর কোনো যোগ নেই। স্থানীয়রাও প্রাথমিকভাবে তাঁর কথা মেনে নেয়। কিন্তু ঘটনার পরের দিনও ওই বিক্রেতাকে একই কোম্পানির আইসক্রিম বিক্রি করতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এদিকে, আইসক্রিমটি সামান্য খাওয়ার ফলে নাবালক অসুস্থ বোধ করছিল। দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে।

গোটা ঘটনায় ইতিমধ্যে জেলা স্বাস্থ্য কেন্দ্র হস্তক্ষেপ করেছে। তারা আইসক্রিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। তবে, আইসক্রিম প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি। এই ঘটনা খাদ্য সুরক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।