গুলমার্গে নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা সেনা জওয়ানের, শুরু তদন্ত

জম্মু ও কাশ্মীরের বরফাবৃত গুলমার্গে এক মর্মান্তিক ঘটনায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন এক সেনা জওয়ান। বারামুল্লা জেলার গুলমার্গে অবস্থিত ৯ম রাজ রাইফেল ক্যাম্পে এই ঘটনা ঘটেছে।

মৃত জওয়ানের নাম ল্যান্স নায়েক বানওয়ার লাল শরণ, তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সকালে তিনি নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য তাংমার্গ উপ-জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ল্যান্স নায়েক শরণ আত্মহত্যার মতো চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মানসিক চাপ বা ব্যক্তিগত কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সেনা ক্যাম্পে এমন ঘটনা বাহিনীর সদস্যদের মধ্যেও শোকের ছায়া ফেলেছে।