রাতের অন্ধকারে বাঘের হামলায় কেয়ারটেকারের মৃত্যু, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম!

জয়পুরের রন্থামবোর অভয়ারণ্যে এক মর্মান্তিক ঘটনায় বাঘের আক্রমণে প্রাণ হারালেন ৬০ বছর বয়সী কেয়ারটেকার রাধেশ্যাম সাইনি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তাঁরা অভয়ারণ্যের অফিসের সামনে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

জানা গেছে, মৃত রাধেশ্যাম সাইনি রন্থামবোর অভয়ারণ্যের ভিতরে অবস্থিত একটি প্রাচীন মন্দিরের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই থাকতেন। রবিবার তিনি বাঘের হামলার শিকার হন। এই ঘটনার পরই এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জানতে চাইছেন, এত বড় অভয়ারণ্যে কেন পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই।

উল্লেখ্য, কিছুদিন আগেই এই অভয়ারণ্যেই বাঘের মুখে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। পরপর দুটি ঘটনা সত্ত্বেও বন দফতরের টনক না নড়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। স্থানীয়রা অবিলম্বে অভয়ারণ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।