হনিমুনে গিয়ে স্বামী খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী, মুখ খুললেন সোনমের বাবা

মেঘালয়ে মধুচন্দ্রিমা করতে গিয়ে নিখোঁজ দম্পতির ঘটনায় নাটকীয় মোড়। এতদিন মেয়ে সোনম রঘুবংশী বেঁচে আছেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন পরিবার। কিন্তু গত কয়েক ঘণ্টায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগে পুলিশ এখন সোনমকেই গ্রেফতার করেছে। মেঘালয়ে দম্পতির নিখোঁজ হওয়ার এই অবিশ্বাস্য পালাবদলে চমকে উঠেছে গোটা দেশ।
মেয়ের গ্রেফতারির পর এবার মুখ খুলেছেন সোনমের বাবা দেবী সিং। যদিও তিনি বিশ্বাস করেন না যে তার মেয়ে এমন কাজ করতে পারে। প্রকৃত সত্য উদঘাটনের জন্য তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
সোনমের বাবা বলেন, “আমার মেয়ে নির্দোষ। সে নিজের স্বামীকে খুন করতে পারে না। দুই পরিবারের সম্মতি নিয়েই ওদের বিয়ে হয়েছিল।” মেয়ের উপর অগাধ বিশ্বাস থেকে দেবী সিং আরও বলেন, “সোনম মিথ্যা কথা বলছে। ও এই হত্যাকাণ্ডের পিছনে নেই। ও মানসিকভাবে বিপর্যস্ত। সোনমকে ফাঁসানোর চেষ্টা চলছে, আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।”
অন্যদিকে, মেয়েকে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোনমের মা সঙ্গীতা। তিনি বলেন, “আমার মেয়েকে যে জীবিত উদ্ধার করা হয়েছে, এটাই অনেক। কিন্তু রাজাকে কে হত্যা করল, আমরা সেটা জানতে চাই। সোনম জীবিত ফিরে এলেও আমরা এখনও শোকের মধ্যে রয়েছি। তদন্তে সবকিছু জানা যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই সবকিছুর মুখোমুখি হতে হলো।”
উল্লেখ্য, গত মাসের ১১ তারিখে সোনম এবং রাজার বিয়ে হয়েছিল। ২০ মে হানিমুনের জন্য তারা মেঘালয়ে রওনা দেন। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। শেষ পর্যন্ত কয়েক দিন আগে রাজা রঘুবংশীর পচাগলা দেহের খোঁজ মিললেও তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ সোনম রঘুবংশী এবং আরও তিন ভাড়াটে খুনিকে রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে গ্রেফতার করে।
এই ঘটনায় পুলিশি তদন্ত কী নতুন তথ্য উন্মোচন করে, তা জানতে উৎসুক সকলে।