আইনজীবীর ছদ্মবেশে প্রেমের নামে প্রতারণা, টাকাপয়সা লুটের অভিযোগ! পুলিশের জালে মহিলা

উত্তরাখণ্ড থেকে এক প্রতারক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ, যার বিরুদ্ধে হাইকোর্টের আইনজীবীর পরিচয় দিয়ে যুবকদের প্রেমের জালে ফাঁসিয়ে বিপুল অঙ্কের টাকা হাতানোর অভিযোগ উঠেছে। ধৃত মহিলার নাম অঙ্কিতা শর্মা, যিনি নিজেকে এই নামেই পরিচয় দিতেন।
পুলিশ সূত্রে খবর, অঙ্কিতা শর্মা নিজেকে হাইকোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে অন্তত ৫০ জন যুবককে কথার জালে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগ এবং তদন্ত
সম্প্রতি দীপক কাক্কড় নামে সুন্ধরা ভূরারানি রোডের এক বাসিন্দা এই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দীপকের অভিযোগ, কিছুদিন আগে অঙ্কিতার সঙ্গে তার আলাপ হয় এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। এরপর অঙ্কিতা দীপককে বিয়ের প্রস্তাব দেন। দীপক এতে রাজি না হলে অঙ্কিতা তার কাছে ৩০ লক্ষ টাকা দাবি করেন। মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে নানারকম হুমকি দিয়ে ওই টাকা আদায় করার চেষ্টা করেন অঙ্কিতা। এমনকি দীপককে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। এরপরই দীপক পুলিশের দ্বারস্থ হন।
তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অঙ্কিতাকে খুঁজে বের করে গ্রেফতার করে। ধৃত অঙ্কিতার কাছ থেকে ৫০ হাজার নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, এই মহিলার বিরুদ্ধে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন থানায় মোট ১৮টি অভিযোগ আগে থেকেই দায়ের করা আছে।