রাজ্যে বইবে লু! ভয়ঙ্কর আপডেট দিল হাওয়া অফিস, পরিস্থিতির বদল কবে?

দক্ষিণবঙ্গ বর্তমানে তীব্র তাপপ্রবাহের কবলে। দিনের বেলায় ভ্যাপসা গরম এবং রাতেও অস্বস্তি বহাল থাকছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত বুধবার পর্যন্ত এই পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না, উল্টে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ১২ জুন থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বাড়ছে ৪ ডিগ্রি তাপমাত্রা
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। তবে তার আগে, বুধবার পর্যন্ত তাপমাত্রা চরমে থাকবে। আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমের শুষ্ক হাওয়ার প্রভাবে এই তাপমাত্রা বাড়ছে। পশ্চিম ভারতের গরম ও শুষ্ক ‘লু’-এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংঘাতই অস্বস্তি বাড়াচ্ছে। মৌসুমী বায়ু রাজ্যের উত্তর অংশে প্রবেশ করলেও, তা এখনও পর্যন্ত উত্তরবঙ্গেই থমকে আছে এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি।

বর্ষা কখন আসবে?
আবহাওয়া দপ্তর বলছে, ১৫ থেকে ১৯ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। ১১ জুন, বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

বুধবার বিকেলের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি
অন্যদিকে, উত্তরবঙ্গেও এক লাফে তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে গরম থেকে তাৎক্ষণিক রেহাই মিলবে না।