বিয়ের আগেই হবু স্ত্রী-কে মাটিতে পুঁতে দিল স্বামী! উত্তর দিনাজপুরের এই ঘটনায় শিউরে উঠল পুলিশও

উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক যুবতীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক যুবক। এই ঘটনায় নিহত যুবতীর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম নার্গিস পারভীন (২০)। তার বাড়ি চোপড়ার লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে, অভিযুক্ত যুবক সুলতানের সঙ্গে নার্গিসের বিয়ে ঠিক হয়েছিল। গত রবিবার ভোর থেকে নার্গিস নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় সুলতান এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
এরপর রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সুলতান নিজেই চোপড়া থানায় গিয়ে পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে আত্মসমর্পণ করে। সুলতানের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাতেই পুলিশ নার্গিসের দেহ চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের ফার্ম এলাকায় অবস্থিত একটি চা বাগান থেকে উদ্ধার করে।
এই ঘটনার প্রতিবাদে এবং বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার সকালে নার্গিসের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা চোপড়া লক্ষ্মীপুর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।