Weather: বুধবার থেকে ঘটবে আবহাওয়ার বদল, চলতি সপ্তাহেই ঘটবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ?

উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষার আগমন ঘটলেও, দক্ষিণবঙ্গের আকাশে এখনও মেঘের ঘনঘটা অধরা। দক্ষিণবঙ্গবাসী অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন বর্ষার, তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই নতুন সপ্তাহে গরম ও অস্বস্তি আরও বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী এবং সংলগ্ন জেলাগুলিতে উচ্চ আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: শুষ্ক ও অস্বস্তিকর সপ্তাহ
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং অস্বস্তি বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে শুষ্ক ও গরম হাওয়ার প্রভাব বেশি থাকবে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে।

সোমবার দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ছিঁটেফোঁটা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে, স্বস্তির খবর হলো, বুধবারের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। বুধবার বিকেলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি: হালকা বৃষ্টি অব্যাহত, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন: নিম্নচাপের উপর নির্ভরতা
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে দেশের কোথাও সক্রিয় নয়। ২৯ মে-র পর থেকে এটি একই জায়গায় থমকে আছে। পশ্চিমবঙ্গ উপকূল থেকে কিছুটা দূরে স্যান্ডহেড পর্যন্ত বর্ষা এগিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) পূর্বাভাস দিয়েছে যে, বঙ্গোপসাগরে কিছুদিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। এই নিম্নচাপের গতিপ্রকৃতির উপরই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নির্ভর করছে। তবে, সেই নিম্নচাপ কবে তৈরি হবে এবং তার গতিপথ কী হবে, সে বিষয়ে বিভিন্ন আবহাওয়া মডেলের মধ্যে কিছুটা মত পার্থক্য রয়েছে। মোটামুটি পূর্বাভাস অনুযায়ী, ১০ থেকে ১৭ জুনের মধ্যে ওই সিস্টেম তৈরি হতে পারে এবং এটি কিছুটা শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকেও আসতে পারে।

হাওয়া অফিস বলছে, আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা কম। আবহাওয়াবিদরা মনে করছেন, হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের বর্তমান পরিবেশ মৌসুমি বায়ুর অনুকূল নয়। ১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

কলকাতার আবহাওয়া: ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি নেই
কলকাতা মহানগরীতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও ক্রমশ বাড়বে, ফলে আপাতত ভ্যাপসা গরমের হাত থেকে শহরবাসীর মুক্তির কোনো সম্ভাবনা নেই। তবে, বুধবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।