দেশে বাড়ছে কোভিডের উদ্বেগ! গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের, সক্রিয় রোগী ৬ হাজারের বেশি

গত কয়েকদিনে ভারতে কোভিডের গ্রাফ আবারও ঊর্ধ্বমুখী, যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দেশে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসের কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্ত্রক সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ৬,১৩৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং দুঃখজনকভাবে ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কর্ণাটকের ২ জন, কেরলের ৩ জন এবং তামিলনাড়ুর ১ জন রয়েছেন।বর্তমানে কেরলে সক্রিয় রোগীর সংখ্যা সর্বাধিক, যা ১,৯৫০ জন। এরপর গুজরাটে ৮২২ জন এবং দিল্লিতে ৬৮৬ জন সক্রিয় রোগী রয়েছেন।

কোভিড-১৯ এর দ্রুত প্রসারের কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে উচ্চ সতর্কতা জারি করতে বলা হয়েছে। সাম্প্রতিক আক্রান্তদের মধ্যে NB.1.8.1 এবং LF.7 ভ্যারিয়েন্টের উপস্থিতি থাকলেও, JN.1 স্ট্রেনটিই এখন প্রধান হিসাবে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বিশেষ করে ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

ইতিমধ্যে, দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড, চণ্ডিগড়, হিমাচল প্রদেশ, ত্রিপুরা এবং জম্মু-কাশ্মীরেও নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে।

তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য সংখ্যক রোগী করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন।