নিয়োগ দুর্নীতিতে জামিন পেয়েও মিলল না শান্তি! বড় পদক্ষেপ মানিকের

নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার কারণে বিধায়ক মানিক ভট্টাচার্যকে নতুন করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁর পুরনো সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
২০২২ সালের ১১ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। সেই সময় থেকেই তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। দীর্ঘদিন জেলে থাকার পর গত বছর সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেলেও তাঁর অ্যাকাউন্টগুলো সচল হয়নি। এর ফলে তিনি বিধানসভা থেকে বেতন এবং প্রাক্তন শিক্ষক হিসেবে পেনশন পাচ্ছিলেন না, যার কারণে চরম আর্থিক সমস্যায় পড়েছিলেন।
এই সমস্যার সমাধান করতে মে মাসে মানিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ বিধানসভায় অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। এই অ্যাকাউন্ট খোলার ফলে জুন মাসে তাঁর বেতন জমা পড়েছে এবং আপাতত তাঁর আর্থিক সমস্যা কিছুটা মিটেছে।
মানিক ভট্টাচার্য জানিয়েছেন, “আমার বিরুদ্ধে এখনও কিছুই প্রমাণ করতে পারেনি ইডি। অথচ আমার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে রাখা হয়েছে। সে কারণে আমি চরম আর্থিক সমস্যায় পড়েছি। বেতন বন্ধ, পেনশন বন্ধ— এভাবে আর কত দিন চলবে?”
জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই মানিক ভট্টাচার্য বিধানসভার কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। ইডি ফ্রিজ করা অ্যাকাউন্টগুলির মধ্যে তাঁর বিধায়ক হিসেবে বেতন পাওয়ার অ্যাকাউন্ট এবং অধ্যাপক হিসাবে পেনশন প্রাপ্তির অ্যাকাউন্টও রয়েছে। নিজের পুরনো অ্যাকাউন্টগুলো ফিরে পেতে তাঁকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, যা সময়সাপেক্ষ এবং অনিশ্চিত। তাই সাময়িকভাবে এই নতুন অ্যাকাউন্টটি ব্যবহার করে তিনি কাজ চালাচ্ছেন। বিধানসভা থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আবেদন মঞ্জুর হওয়ায় জুন মাসের শুরুতেই তাঁর নতুন অ্যাকাউন্টে বেতন জমা পড়েছে। সব মিলিয়ে আপাতত কিছুটা স্বস্তিতে আছেন এই বিধায়ক