“আমায় ছাড়া উনি ভোটে জিততেন না!”-ট্রাম্প ‘অকৃতজ্ঞ’ বলতেই জবাব দিলেন ইলোন মাস্ক

মাত্র কয়েক মাসের মধ্যেই যেন মোহভঙ্গ! একসময় একে অপরের ‘হরিহর আত্মা’ হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সম্পর্কে কার্যত দাঁড়ি পড়ে গেল। এক বিস্ফোরক মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্পের ‘অকৃতজ্ঞ’ তকমা লাগানোর পরপরই পাল্টা বোমা ফাটালেন ইলন মাস্ক, দাবি করলেন ‘আমায় ছাড়া উনি (ট্রাম্প) ভোটে জিততেন না!’ এই কাদা ছোড়াছুড়ি এখন আন্তর্জাতিক রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে।
ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্টের ব্যয় সংক্রান্ত একটি বিল ‘বাতিল’ করার জন্য টেসলা কর্তা ইলন মাস্কের প্রকাশ্য আহ্বান। এই মন্তব্যের পরই চরম ক্ষুব্ধ হন তাঁর ‘পরম বন্ধু’ ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মাস্ককে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দেন এবং জানান, তাঁর আচরণে তিনি হতাশ। ট্রাম্পের এই মন্তব্য শুনেই এ বার পাল্টা একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন ইলন মাস্ক।
২০২৪-এর কৃতিত্ব এবং ‘এপস্টাইন ফাইল’ বিতর্ক
ইলন মাস্কের দাবি, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার সিংহভাগ কৃতিত্ব তাঁরই প্রাপ্য। শুধু তাই নয়, কুখ্যাত কেস ‘এপস্টাইন ফাইল’-এর সঙ্গে ট্রাম্প যোগের প্রসঙ্গ উত্থাপন করে তিনি পুরোনো বিতর্ক উস্কে দিয়েছেন।
মাস্ক দাবি করেছেন, তাঁর সমর্থন ছাড়া ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যেতেন। টেসলা কর্তার যুক্তি, “সে সময়ে একটি আইন প্রণয়ন বিল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন ট্রাম্প। সে সময়ে যে কোনও মুহূর্তে পরিস্থিতি ঘুরে যেতে পারত। এই পরিস্থিতিতে, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারতেন, তাহলে রিপাবলিকানদের পিছনে ফেলে সিনেটে ৫১-৪৯ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারত।” মাস্কের কথা অনুযায়ী, শুধুমাত্র তাঁর জন্যই পরিস্থিতি হাতের বাইরে বেরোয়নি।
এক্স হ্যান্ডেলে ক্রমাগত ট্রাম্পকে নিশানা: শুল্ক থেকে নতুন দল!
এখানেই শেষ নয়, ইলন মাস্ক তাঁর এক্স হ্যান্ডলে একের পর এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টকে নিশানা করে চলেছেন। তিনি বলেন, “ট্রাম্পের শুল্ক এই বছরের দ্বিতীয়ার্ধে মন্দার কারণ হবে।” এক্স হ্যান্ডলে তাঁর অ্যাকাউন্ট থেকে ইলন একটি পোলের (Poll) আয়োজন করেন, যার বিষয় ছিল, “আমেরিকায় কি এমন একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার সময় এসেছে যা জনতার ৮০% এর প্রতিনিধিত্ব করে?” একটি পোস্টে উত্তরে, ট্রাম্পকে সরিয়ে রিপাবলিকান জেডি ভান্সকে প্রেসিডেন্ট পদে বসানোর বিষয়টিও সমর্থন করতে দেখা গিয়েছে তাঁকে।
‘এপস্টাইন ফাইল’ বোমা: ‘সত্যিই বড় বোমা ফেলার সময় এসেছে!’
সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি আসে কুখ্যাত যৌন কেলেঙ্কারি কেস ‘এপস্টাইন ফাইল’-এর প্রসঙ্গ টেনে। মাস্ক তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “সত্যিই বড় বোমা ফেলার সময় এসেছে: এপস্টাইনের ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে। এটাই আসল কারণ যে কারণে এগুলো প্রকাশ করা হয়নি। শুভ দিন কাটুক, DJT (ডোনাল্ড জুনিয়র ট্রাম্প)!” এই পোস্টটি ভবিষ্যতের জন্য মার্ক করে রাখতেও তিনি তাঁর ফলোয়ারদের নির্দেশ দিয়েছেন।
এই বিস্ফোরক মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাম্প ও মাস্কের এই আকস্মিক সংঘাত ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।