চুমু খাওয়াই নেশা! ছোবলের ভয় না পেয়ে বিষধর সাপকে আদর, যুবকের কীর্তিতে শিউরে উঠলেন নেটিজেনরা

প্রেমিকার মতো বিষধর সাপকে আদর, তেড়ে এলেও ভয়ডর নেই। বরং ভালোবেসে সাপকে চুমু খেতে দেখা যাচ্ছে এক যুবককে। একবার নয়, বারবার। বিষধর সাপ নিয়ে খেলাধুলা আর তাদের চুমু খাওয়াই যেন তার নেশা। এই কাণ্ডকারখানার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
সম্প্রতি ওই যুবকের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগেও সাপের নানা ভিডিও বা রিল নেটিজেনদের নজর কেড়েছে, কিন্তু সাপকে চুমু খাওয়ার এমন দুঃসাহসিক ভিডিও আগে কেউ দেখেননি। এসব ভিডিও দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ, কেউ কেউ আঁতকে উঠেছেন। আবার অনেকে প্রাণীদের বিরক্ত করার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই যুবককে অনেকেই ‘রিয়েল টারজন’ বলে ডাকেন। তার নেশাই হলো বিষধর সাপ, বিশেষ করে কিং কোবরাকেও চুমু খাওয়া। এই কিং কোবরার এক ছোবলেই ২০ জন মানুষ বা একটি হাতিও মারা যেতে পারে। সেই বিষধরকেও চুমু খেতে গিয়ে যুবকের বুক কাঁপেনি!
ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ মানুষ এই সাপকে চুমু খাওয়ার ভিডিও দেখেছেন। একজন মন্তব্য করেছেন, “সোশ্যাল মিডিয়ায় লাইকের নেশায় জীবন নিয়ে ছেলেখেলা করার কী দরকার!” আরেকজন লিখেছেন, “যেদিন সাপ আপনাকে চুমু খাবে, সেদিন টের পাবেন!”