মৃগী রোগ কেড়ে নিল তরতাজা প্রাণ! বজবজে হাইড্রেন থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

বজবজে বেশ কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর অবশেষে একটি হাইড্রেন থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, মৃত ২৫ বছর বয়সী ওই যুবক মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, শেখ রাজ নামের ওই যুবক দুপুর ২টা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা দুপুর থেকেই তাঁর খোঁজাখুঁজি করছিলেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি। সন্ধ্যায় হঠাৎ পরিবারের লোকজন খবর পান যে, শ্যামপুর সংলগ্ন একটি হাইড্রেন থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। পুলিশ যুবককে উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

মৃগী (Epilepsy) একটি স্নায়বিক রোগ, যেখানে আক্রান্ত ব্যক্তি বারবার খিঁচুনি বা সিজারের শিকার হন। মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে এই খিঁচুনিগুলি হয়। মৃগী রোগ একটি দীর্ঘস্থায়ী অবস্থা, যা মস্তিষ্কে আঘাত, স্ট্রোক বা জন্মগত ত্রুটির মতো বিভিন্ন কারণে হতে পারে। সম্ভবত, খিঁচুনি ওঠার কারণেই শেখ রাজ হাইড্রেনে পড়ে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।