বাংলায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী! কেন বাড়ছে আক্রান্তের সংখ্যা? কী বললেন চিকিৎসক রাজা ধর

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে। এই সংক্রমণ বৃদ্ধির নিরিখে বাংলা এখন দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে। তবে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্য রয়েছে পঞ্চম স্থানে।
৭ মাসের শিশু আক্রান্ত, ভর্তি পিয়ারলেসে
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে মাত্র সাত মাসের এক শিশু, যে করোনায় আক্রান্ত হয়ে সোমবার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছে। পিয়ারলেস হাসপাতাল সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত শিশুর মা-ও করোনা পজিটিভ বলে জানা গেছে, যা পরিবারের পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।
রাজ্যে যেভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে, তাতে পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে, সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করতে রাজ্য প্রশাসনকে আরও তৎপর হতে হবে।