বিশেষ: অতীতে আম্বানির থেকেও ধনী ছিলেন! ১২,০০০ কোটি টাকার সম্পদ খুইয়ে এখন থাকেন ভাড়াবাড়িতে

সিঙ্ঘানিয়া পরিবারের ঝড় থামার কোনো লক্ষণ নেই। রেমন্ড কর্তার বিচ্ছিনা স্ত্রী নওয়াজ মোদী বিবাহ বিচ্ছেদের জন্য স্বামী গৌতম সিঙ্ঘানিয়ার কাছে তাঁর 75 শতাংশ সম্পত্তি দাবি করেছেন। এই দাবি নিয়ে বিতর্ক চলছে।

গৌতম সিঙ্ঘানিয়ার বাবা বিজয়পত সিঙ্ঘানিয়াও এই বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি নওয়াজ মোদীকে সমর্থন করে বলেছেন, “হিন্দু বিবাহ আইনের আওতায় বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্ত্রী স্বামীর 50 শতাংশ সম্পত্তি পান। নওয়াজ মোদী যদি 75 শতাংশ সম্পত্তি দাবি করেন, তাহলে তা আদালত কতটা মেনে নেবে, তা দেখার বিষয়। তবে গৌতম সিঙ্ঘানিয়া হয়তো তা দেবেন না। কারণ তিনি সবসময় অন্যদের নিয়ন্ত্রণ করতে চান। আমার সঙ্গেও তিনি একই কাজ করেছিলেন।”

বিজয়পত সিঙ্ঘানিয়া একসময় দেশের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। কিন্তু তাঁর ছেলে গৌতমের সঙ্গে সম্পর্কের অবনতি হলে তিনি কোম্পানির শেয়ার সব ছেড়ে দেন। এরপর গৌতম তাঁকে বাড়ি থেকে বের করে দেন।

নওয়াজ মোদীর অভিযোগ, গৌতম তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তিনি তাঁকে বাথরুমে ঢুকতে বাধা দিতেন। তিনি নওয়াজের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারেন বলে জানা গেছে।

বিজয়পত সিঙ্ঘানিয়ার নিজের জীবনের অভিজ্ঞতা

বিজয়পত সিঙ্ঘানিয়া নিজেও একসময় দেশের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। তিনি রেমন্ড গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু, নিজের ছেলে গৌতমের কারণে তিনি আজ পথে বসেছেন। গৌতমের চাপে তিনি কোম্পানির সমস্ত শেয়ার ছেলের নামে দিয়ে দেন। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। একসময় গৌতম তাঁকে বাড়ি থেকে বের করে দেন।

এই বিতর্কের প্রভাব রেমন্ড গ্রুপের ব্যবসায়ও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।