রেস্তোরাঁর খাবারে চুল, দেখেই মালিকের উপর চিৎকার খদ্দের! সিসিটিভি খতিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ

রেস্তোরাঁয় খাবারের প্লেটে চুল পাওয়া গেলে সাধারণত রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে খাবার বদলে দেন। কিন্তু গুজরাটের রাজকোটে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে, যা শুনে রেস্তোরাঁর মালিকের পাশাপাশি অন্যরাও হতবাক। বিল পরিশোধ এড়ানোর জন্য তিন যুবক নিজেদের মাথার চুল ছিঁড়ে প্লেটে রেখে দেন বলে অভিযোগ উঠেছে। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই তাদের এই ফন্দি ফাঁস হয়।
ঘটনাটি ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, রাজকোটের একটি রেস্তোরাঁয় তিন যুবক খেতে আসেন। খাবার অর্ডার করার পর কর্মীরা তা পরিবেশন করলে তারা খোশমেজাজে খেতে শুরু করেন। এর কিছুক্ষণ পরেই ঘটে মূল ঘটনা। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। দেখা যায়, তিন যুবক নিজেদের আশেপাশে তাকিয়ে নেন, কেউ তাদের দেখছে কি না তা নিশ্চিত হওয়ার পর, তাদের মধ্যে দুজন নিজেদের মাথার চুল ছিঁড়ে খাবারের প্লেটে ফেলে দেন।
এরপরই রেস্তোরাঁর এক কর্মী তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ধরে ওই তিন যুবক চিৎকার শুরু করে দেন। তারা রেস্তোরাঁর মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এমনকি তাকে শারীরিকভাবে হেনস্থা করারও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় রেস্তোরাঁ মালিকের সন্দেহ হলে তিনি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজ দেখার পরই তার চক্ষু চড়কগাছ হয়ে যায়। পরিষ্কার দেখা যায়, ওই তিন যুবকই ইচ্ছাকৃতভাবে নিজেদের চুল খাবারে ফেলেছেন।
তবে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরও এক যুবক নিজের ভুল স্বীকার করতে রাজি ছিলেন না। তিনি দাবি করেন, ওই চুল তাদের নয় এবং চুলের ডিএনএ পরীক্ষা করার কথা বলেন। তিনি রেস্তোরাঁর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তোলেন। শেষমেশ অবশ্য তাদের সব ফন্দি ধরা পড়ে যায়। পরে জানা যায়, খাবারের বিল পরিশোধ এড়ানোর জন্যই তারা এমন কাণ্ড ঘটিয়েছিল। রেস্তোরাঁর মালিক তাদের কাছ থেকে খাবারের দাম নিয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি।