মেট্রো ঢোকার মুহূর্তে লাইনে পড়ে যান মহিলা, আত্মহত্যা নাকি অসতর্কতা?

মঙ্গলবার সকালে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে এক মর্মান্তিক ঘটনায় মেট্রো লাইনে পড়ে গেলেন এক মহিলা। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ আপ মেট্রো স্টেশনে ঢোকার ঠিক মুহূর্তেই এই ঘটনা ঘটে। দ্রুত আরপিএফ এসে ওই মহিলাকে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছিলেন নাকি অসতর্কতার ফলে পড়ে গেছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস টাইমে মেট্রো স্টেশনে যথেষ্ট ভিড় ছিল। অন্যান্য যাত্রীদের মতোই ওই মহিলা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। আপ লাইনে মেট্রো ঢোকার সময়ই হঠাৎ তিনি লাইনে পড়ে যান। এই ঘটনায় স্টেশনে প্রবল হইচই পড়ে যায়। উপস্থিত আরপিএফ কর্মীরা দ্রুত তৎপর হয়ে মহিলাকে উদ্ধার করেন।

এই ঘটনার জেরে আপ লাইনে মেট্রো পরিষেবা সাময়িকভাবে থমকে যায়। প্রায় আধ ঘণ্টা ধরে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আপ লাইনে মেট্রো চলাচল বন্ধ ছিল। এর ফলে অফিসগামী যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। অনেকে বাধ্য হয়ে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। প্রায় ৩০ মিনিট পর আপ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।

মেট্রো সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই মহিলা কোনোভাবে প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে গেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। তাদের ধারণা, ওই মহিলা সুস্থ হলেই বিষয়টি পরিষ্কার হবে।

উল্লেখ্য, গত কয়েক মাসে কলকাতা মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এর আগে গত ২৯ মে রবীন্দ্র সদন স্টেশনে এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গত ২৫ এপ্রিল এমজি রোড মেট্রো স্টেশনে কবি সুভাষমুখী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। এছাড়াও, গত ২৩ জানুয়ারি কবি নজরুল স্টেশনে এক মহিলা একই ধরনের চেষ্টা করেছিলেন। এই ধরনের ঘটনাগুলি মেট্রো যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।