কলেজে ভর্তি শুরু হবে কবে থেকে? কবে খুলবে ADMISSION পোর্টাল? জেনেনিন বিস্তারিত

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় এক মাস পেরিয়ে গেলেও স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কাটছিল না। শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই বিষয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার তিনি নিশ্চিত করেছেন যে, আগামী মঙ্গলবারের মধ্যেই স্নাতক স্তরের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
শিক্ষামন্ত্রী জানান, “এবার ভর্তির প্রক্রিয়ায় কোনো বিলম্ব হচ্ছে না। গত বছর ১৯ জুন ভর্তির পোর্টাল খুলেছিল। এবার তার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে।” তাঁর এই ঘোষণায় উচ্চশিক্ষায় আগ্রহী হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
আইনি জটিলতা ও নিয়োগ বিতর্ক: শিক্ষা ক্ষেত্রে অস্থিরতা
যদিও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের খবর স্বস্তি এনেছে, রাজ্যের শিক্ষা পরিস্থিতি অবশ্য এখনও বেশ উত্তপ্ত। এসএসসি ২০১৬-এর চাকরিহারাদের লাগাতার আন্দোলন-বিক্ষোভ চলছেই, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। অনেক স্কুলেই শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কমেছে। এর পাশাপাশি, সংরক্ষণ নিয়ে আইনি জটিলতাও দীর্ঘদিন ধরে চলে আসছিল, যার কারণে বহু বিজ্ঞপ্তি আটকে ছিল।
এই আইনি জটিলতা কাটিয়ে, দীর্ঘ কয়েক বছর পর দিন তিনেক আগে ২০১৬ সালের চাকরিহারাদের নিয়োগ পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই নতুন বিধিতে নম্বর সংক্রান্ত কিছু বদল ও বিভাজন আনা হয়েছে। তবে, কমিশনের এই নতুন বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। যোগ্য চাকরিহারাদের নতুন করে পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হওয়া উত্তেজনা এখনও কাটেনি, যা নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
এই পরিস্থিতিতে, শিক্ষামন্ত্রীর স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে। তবে, সামগ্রিক শিক্ষা ক্ষেত্রের চলমান বিতর্ক ও আইনি জটিলতাগুলির সমাধান না হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।