SPORTS: ফাইনালের আগে অনিশ্চিত বেঙ্গালুরুর দুই তারকা, ম্যাচ নিয়ে চিন্তায় বিরাট বাহিনী

আইপিএলের ইতিহাসে বরাবরই তারকায় ঠাসা দল গড়েও শিরোপা জিততে না পারার আক্ষেপ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দীর্ঘদিনের। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলির মতো কিংবদন্তিদের নিয়েও তিনবার ফাইনালে উঠেও ব্যর্থ হয়েছে তারা। এবার, ২০২৫ সালের আইপিএলে আরও একবার ফাইনালে উঠেছে আরসিবি, দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে। তবে শিরোপা জয়ের এই ঐতিহাসিক সুযোগের ঠিক আগে দলের দুই মূল পারফর্মার ফিল সল্ট ও টিম ডেভিডকে ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা, যা দলের সমর্থকদের মধ্যে তৈরি করেছে নতুন শঙ্কা।
টিম ডেভিডকে নিয়ে অধিনায়কের দুশ্চিন্তা
অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিড এই মৌসুমে একাধিকবার বেঙ্গালুরুর ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়েছেন। তার বিগ হিটিং ক্ষমতা শেষ ওভারে দলকে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু শেষ দুটি ম্যাচে তিনি খেলেননি এবং তার পরিবর্তে দলে এসেছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। ফাইনালের আগে সাংবাদিকদের ডেভিডকে নিয়ে করা প্রশ্নে আরসিবির অধিনায়ক রজত পতিদার কোনো সুখবর দিতে পারেননি।
ডেভিডের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পতিদার বলেন, “এখন পর্যন্ত টিম ডেভিডকে নিয়ে আমার কোনো ধারণা নেই। টিমের ডাক্তাররা তাকে দেখছেন। সন্ধ্যা নাগাদ আমরা তাকে নিয়ে জানতে পারব।” এই মন্তব্যে ডেভিডের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।
ফিল সল্ট: ওপেনিং জুটির ভরসা, এখন কোথায়?
শঙ্কার প্রশ্ন আছে ফিল সল্টকে নিয়েও। ফাইনালের আগে দলের শেষ অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটার। পুরো আসরে বিরাট কোহলির সঙ্গে ফিল সল্টের ওপেনিং জুটি ছিল আরসিবির ব্যাটিংয়ের অন্যতম ভরসা। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে না পাওয়া দলের জন্য বড় সমস্যা হতে পারে। গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে, সন্তান পৃথিবীতে আসার সুবাদে ফিল সল্ট নাকি ফাইনালের আগে ইংল্যান্ডে উড়াল দিচ্ছেন।
তবে ফিল সল্টের ব্যাপারে এখন পর্যন্ত টিম কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি। বরং, দলের সঙ্গেই তিনি আছেন—এমন গুঞ্জনও চাউর হয়েছে। ম্যাচের আগে একাদশ ঘোষণার আগপর্যন্ত তাই টিম ডেভিড এবং ফিল সল্টকে নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
আরসিবি ভক্তরা এই মুহূর্তে প্রার্থনা করছেন যেন তাদের প্রিয় তারকারা সুস্থ থাকেন এবং ফাইনালে মাঠে নামতে পারেন। এক দশক ধরে অধরা আইপিএল শিরোপা এবার আরসিবি ছিনিয়ে আনতে পারবে কিনা, তা অনেকটাই নির্ভর করবে এই দুই তারকা খেলোয়াড়ের অংশগ্রহণের উপর।