মুম্বইয়ে পাকড়াও দুই বাংলাদেশি নাগরিক! অবৈধভাবে বাস করছিল কলকাতায়

নরওয়ের স্বপ্নিল পথে পা বাড়ানোর আগেই আঁধার নামল দুই বাংলাদেশি নাগরিকের জীবনে। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার নাটকীয়ভাবে গ্রেফতার হলেন সুব্রত কালীপদ মণ্ডল এবং মীতা গৌরপদ বিশ্বাস। মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই দু’জন ভুয়ো ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে জেদ্দার পথে নরওয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এই দম্পতি। এরপর থেকে তারা কলকাতার মাটিতে নিজেদের ঠিকানা গেড়েছিলেন। তদন্তে উঠে এসেছে, এক এজেন্টের হাত ধরে ২০২৪ সালে জাল ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিলেন সুব্রত ও মীতা।

তাদের ইউরোপের মাটিতে নতুন জীবন শুরু করার আকাঙ্ক্ষা ছিল কি না, অথবা অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে আন্তর্জাতিক ভ্রমণের চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ।

মুম্বই পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই জালিয়াতি চক্রের গভীরে পৌঁছানোর চেষ্টা চলছে। কারা এই ভুয়ো পাসপোর্ট তৈরির সাথে যুক্ত, এবং এর পিছনে অন্য কোনো বৃহত্তর উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা ফের একবার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন খাড়া করল। একইসঙ্গে, অবৈধ অনুপ্রবেশ এবং জাল পরিচয়পত্র তৈরির মতো অপরাধ দমনে আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তাও স্পষ্ট ভাবে অনুভূত হচ্ছে।

আপাতত, সুব্রত ও মীতার ‘ইউরোপ যাত্রা’ মাঝপথেই থেমে গেল। এখন তাদের ঠাঁই হয়েছে পুলিশের হেফাজতে, যেখানে তাদের ‘লুকানো স্বপ্ন’-এর কারণ এবং পরিণতির উত্তর খুঁজবে তদন্তকারী দল।