“জীবনে শুধু গৌরি নন, প্রাক্তন স্ত্রী রিনা-কিরণকেও চাই”- সম্পর্ক নিয়ে অকপট আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি একটি পডকাস্টে এসে তিনি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং বিয়ে নিয়ে অকপটে কথা বলেছেন, যা এখন আলোচনার কেন্দ্রে। আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’ (২০২৫ সালের ২০ জুন মুক্তি পাবে) মুক্তির আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও স্বামী-স্ত্রী হিসেবে না থাকলেও, তাঁরা সবসময় তাঁর পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। একইসঙ্গে, ৫৯ বছর বয়সে নতুন প্রেম গৌরি কীভাবে তাঁর জীবনে এল, সে সম্পর্কেও বিশদে জানালেন আমির।
‘রীনা-কিরণ আমার পরিবারের অটুট বন্ধন’
আমির খানের এই মন্তব্যে তাঁর প্রাক্তন স্ত্রীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার ঝলক দেখা গেছে। তিনি বলেন, “আমার মনে হয় রীনা-আমি বা কিরণ একসঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে না থাকলেও পরিবার হিসেবে থাকব। ওরা আমার পরিবারের অটুট বন্ধন, জীবনের একটা অংশ। যেটা কখনও বদলাবে না।” তিনি আরও যোগ করেন, “রীনা-কিরণের সঙ্গে আমার সম্পর্কের যে উষ্ণতা, শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে, তা আর যাই কিছু হয়ে যাক না কেন, কখনও বদলাবে না।” আমির ও কিরণ এখনও পানি ফাউন্ডেশনে একসঙ্গে কাজ করেন এবং প্রতিদিন একসঙ্গে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যা তাঁদের পারিবারিক উষ্ণতাকে বাঁচিয়ে রেখেছে বলে জানান অভিনেতা।
৫৯-এ নতুন প্রেম গৌরি: ‘পরিকল্পিত ছিল না’
কিছু মাস আগেই আমির সর্বসমক্ষে গৌরির সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানান, যা তার ‘আর কখনও বিয়ে করব না’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ অবাক করে। এই পডকাস্টে গৌরি প্রসঙ্গে আমির বলেন, “আমার তখন থেরাপি শুরু হয়ে গিয়েছিল। আমি নিজেকে বেটার রাখার চেষ্টায় ছিলাম। নিজেকে ভালোবাসার ওপর ফোকাস দিচ্ছিলাম।”
তিনি জানান, রীনা ও কিরণের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই গভীর ছিল এবং তাঁরা এখনও এত ভালো বন্ধু যে, তিনি ভেবেছিলেন আর কারোও সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া সম্ভব নয়। “দু-তিন বছর আগেও আমার সেটা মনে হচ্ছিল,” বলেন আমির।
কিন্তু যখন গৌরির সঙ্গে দেখা হলো, তখন তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হলো। আমির স্পষ্ট জানান, এই প্রেম তাঁর পরিকল্পনায় ছিল না। তিনি বলেন, “আমি প্ল্যান করিনি। কারণ ছেলে-মেয়ে, শিবলিং নিয়ে খুশিই ছিলাম। মনে হয়নি আমার কোনো পার্টনারের দরকার আছে।”
জীবনের ‘সবচেয়ে বড় ভুল’: রীনার সঙ্গে দ্রুত বিয়ে!
এই একই পডকাস্টে আমির খান তাঁর জীবনের ‘সবচেয়ে বড় ভুল’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রীনা দত্তর সঙ্গে তাঁর প্রথম বিয়ের কথা উল্লেখ করেন। তিনি স্বীকার করেন, জীবনে অনেক ভুল করেছেন এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভুল করেছেন বলেই ঠিকটা শিখেছেন।
আমিরের কথায়, “আমি আর রীনা খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বয়স তখন ২১ আর রীনার ছিল ১৯। আমাদের ১৮ এপ্রিল বিয়ে হয়। মাত্র ৪ মাসের পরিচয় ছিল। ওই চার মাসের মধ্যেও আমরা একে অপরের সঙ্গে খুব কম সময় কাটিয়েছিলাম।” তিনি আরও বলেন, “আমাদের মনে একে অপরকে নিয়ে ভীষণ ভালোবাসা ছিল, যে কারণে আমরা বিয়েও করলাম। তবে বয়স আন্দাজে বিয়েটা খুব দ্রুত হয়ে গিয়েছিল। যে কারণেই হয়তো আজকে এখানে কথাগুলো বলার মতো পরিস্থিতি হয়েছে। তবে মানুষ ভুল থেকেই শেখে।”
আমির খানের এই খোলামেলা আলোচনা তাঁর ব্যক্তিগত জীবনের প্রতি অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলল। পাশাপাশি, প্রাক্তন সম্পর্কের প্রতি তাঁর সম্মান এবং বর্তমান সম্পর্কের প্রতি তাঁর অকপট ভাবনা সত্যিই প্রশংসার দাবি রাখে।