বৃষ্টির ভ্রুকুটি আইপিএল ফাইনালের মঞ্চে! ম্যাচ পণ্ড হলে ট্রফি কার?

যে বৃষ্টিকে ‘অজুহাত’ বানিয়ে ফাইনালের মহারণ সরিয়ে আনা হয়েছিল তিলোত্তমা থেকে, সেই একই মেঘ মঙ্গলবার আইপিএল ফাইনালের আকাশে ঘন হয়ে উঠছে। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারের বিলম্বিত শুরু মনে করিয়ে দিচ্ছে, প্রকৃতির মতিগতি কতটা অনিশ্চিত হতে পারে। ক্রিকেটপ্রেমীদের একটাই প্রশ্ন—ফাইনাল কি আদৌ শুরু হবে সময়মতো? কারণ, বেঙ্গালুরু বনাম পঞ্জাবের ধুন্ধুমার লড়াইয়ে জল ঢালতে পারে বৃষ্টি।

অ্যাকু ওয়েদারের পূর্বাভাস অন্তত তেমন ইঙ্গিতই দিচ্ছে। ফাইনালের দিন, অর্থাৎ আজ, আমেদাবাদে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ৬১ শতাংশ। যদিও প্রতি ঘণ্টার আপডেট এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ। অ্যাকু ওয়েদার জানাচ্ছে, সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ১৫-২০ শতাংশ। আসল উদ্বেগ তৈরি হয়েছে বিকেলের পূর্বাভাসে। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। টস শুরুর ঠিক আগের মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হলে, নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে সংশয় থাকাটাই স্বাভাবিক।

তবে আশার আলোও দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খেলা শুরুর সময় থেকে যত রাত বাড়বে, বৃষ্টির সম্ভাবনা ততই কমবে। টসের সময় ৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পরের ঘণ্টাগুলোতে তা কমে ২ শতাংশে নেমে আসবে। সবমিলিয়ে, ম্যাচের আগে বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে শুরুতে কিছুটা বিলম্ব হলেও, পরবর্তীতে খেলা শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তা কতটা নির্বিঘ্নে হবে, তা বলা কঠিন।

আছে কি রিজার্ভ ডে’র বন্দোবস্ত?

হ্যাঁ, আইপিএল ফাইনালের জন্য একটি অতিরিক্ত দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ, মঙ্গলবার যদি বৃষ্টি বাগড়া দেয়, তাহলে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার, ৪ জুন।

(ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটোসেশন – চিত্র সৌজন্য: এপি)

রিজার্ভ ডে-ও ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কারা?

যদি ফাইনালের জন্য বরাদ্দ অতিরিক্ত দিনের খেলাও বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে আইপিএলের নিয়ম অনুযায়ী ট্রফি উঠবে পাঞ্জাব কিংসের হাতে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। বৃষ্টি কাঁটা ফের বিদ্ধ করবে আরসিবি সমর্থকদের হৃদয়ে। আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে ফাইনাল ভেস্তে গেলে সাধারণত ট্রফি দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু আইপিএলের নিয়ম এক্ষেত্রে ভিন্ন। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে বেঙ্গালুরু হারালেও, এক্ষেত্রে দেখা হবে লিগ টেবিলের ফলাফল। আর যেহেতু পাঞ্জাব কিংস লিগ শীর্ষে শেষ করেছিল, তাই শিরোপা উঠবে শ্রেয়াস আইয়ারের দলের হাতে। নিয়মটি খানিকটা অদ্ভুত হলেও, এটাই সত্যি।

এখন একটাই অপেক্ষা—আকাশ পরিষ্কার থাকে কিনা! ক্রিকেটপ্রেমীরা চান ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই, বৃষ্টির বাগড়া নয়। তবে প্রকৃতির খেয়াল কে কবে বুঝেছে! আমেদাবাদের আকাশ আজ কোন বার্তা দেয়, সেটাই দেখার।