“কারও সঙ্গে মঞ্চ ভাগ করলে ক্ষতি কোথায়?”- অনুব্রতর সঙ্গে ছবি ভাইরাল নিয়ে যা বললেন সৌরভ

আবারও খবরের শিরোনামে এসেছেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, তবে এবার তাঁর ট্রেডমার্ক শটের জন্য নয়, বরং তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে এক মঞ্চে দেখা যাওয়ার কারণে। মাসখানেক আগের সেই ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুরের আইসি-কে কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠার পর এই ছবি আরও বেশি করে মানুষের চোখে পড়েছে।

দল থেকে কড়া বার্তা পাওয়ার পর অনুব্রত মণ্ডল যদিও চিঠি লিখে ‘দুঃখপ্রকাশ’ করেছেন এবং তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে, তবুও সৌরভের সঙ্গে তাঁর পুরনো ছবি নিয়ে চলছে নানা রকম কটাক্ষ। এই পরিস্থিতিতেই অবশেষে মুখ খুলেছেন ‘দাদা’।

বিরক্তি মেশানো সুরেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “আমি বীরভূম জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলাম। উনি একজন প্রতিনিধি, আমিও একজন প্রতিনিধি। আসলে মানুষ নিজেদের রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে আমাকে জড়িয়ে ফেলেন। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। মঞ্চ ভাগ করে নিলে ক্ষতি কোথায়?”

নিজের অরাজনৈতিক অবস্থান এবং স্বকীয়তা স্পষ্ট করে সৌরভ আরও বলেন, “যাঁর সঙ্গে ইচ্ছে মঞ্চ ভাগ করতে পারি, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।”

উল্লেখযোগ্য, বোলপুরের সেই অনুষ্ঠানে একই মঞ্চে ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীকেও দেখা গিয়েছিল।

এদিকে, অনুব্রত মণ্ডলের আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। পুলিশ নোটিস পাঠিয়ে তাঁকে তলব করলেও শনিবার তিনি যাননি। এরপরে দ্বিতীয় নোটিস পাঠানো হয়েছে, যেখানে তাঁকে রবিবার বেলা ১১টার সময় বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। অনুব্রতকে ঘিরে চলমান এই বিতর্ক, যে কোনো জনপরিচিত ব্যক্তির সঙ্গে তাঁর সামান্যতম সংযোগকেও জনচক্ষে নিয়ে আসছে।