গভীর রাতে লোকালয়ে বুনো হাতির হানা, দুধের শিশু-সহ একই পরিবারের ৩ জনকে পিষে মারল হাতি

গভীর রাতে বুনো হাতির আক্রমণে আলিপুরদুয়ারের কুঞ্জনগরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর জঙ্গল সংলগ্ন সিংপাড়ায় হাতির হানায় এক দুধের শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে স্থানীয়রা রাস্তা অবরোধ করেছেন।
মৃতদের নাম মনোজ দাস (৩১), তাঁর মা মাখনরানি দাস (৬৩) এবং মনোজের এক মাসের শিশুকন্যা Manisha Das (১ মাস)। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।
মর্মান্তিক ঘটনা
জানা গেছে, শুক্রবার গভীর রাতে একটি বুনো হাতি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে কুঞ্জনগরের সিংপাড়ায় ঢুকে পড়ে। মনোজ দাস তাঁর বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাড়ির বাইরে শব্দ শুনে তিনি বেরিয়ে আসেন এবং বুনো হাতির সামনে পড়ে যান। হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে।
ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মাখনরানি। তাঁর কোলে ছিল মাত্র ৩৫ দিনের শিশুকন্যা মনীষা। হাতিটি মাখনরানিকে পিষে মারে এবং তাঁর কোল থেকে ছিটকে পড়ে শিশুকন্যা মনীষা। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই এই ভয়াবহ ঘটনাটি ঘটে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ও পথ অবরোধ
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বন দফতরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে শনিবার সকালে রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, বনাঞ্চল থেকে প্রায় প্রতিদিনই হাতি লোকালয়ে ঢুকে পড়ে এবং হামলা চালায়। এর আগেও এমন ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু বন দফতরের এ বিষয়ে কোনো হেলদোল নেই বলে তাঁদের অভিযোগ।
পথ অবরোধের ফলে ফালাকাটা থেকে কুঞ্জনগর হয়ে নয় মাইল যাওয়ার রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের দাবি, বনাঞ্চল থেকে লোকালয়ে হাতির প্রবেশ ঠেকাতে বন দফতরকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এমন মর্মান্তিক ঘটনা বারবার ঘটতে থাকবে। এই ঘটনা আবারও মানুষ ও বুনো হাতির সংঘাতের বিষয়টি প্রকট করে তুলল।