‘প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রেখেছি’, বিহারে দাঁড়িয়ে মোদির মুখে সন্ত্রাস দমন অভিযানের কথা!

ভোটমুখী বিহারের মাটিতে দাঁড়িয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এল তাঁর ‘প্রতিশ্রুতি’ রক্ষার কথা। তিনি বলেন, “প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রেখেছি আমি। নিজের দেওয়া কথা রেখে তবেই বিহারের মাটিতে আবার পা রেখেছি।”

বছর শেষে বিহারে বিধানসভা ভোট। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে সভা সেরে বিহারে পৌঁছন প্রধানমন্ত্রী। একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি নিয়ে নীতিশ কুমারের রাজ্যে পা রেখেছেন নমো। কারাকাটের জনসভার মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পাক সন্ত্রাস দমন অভিযানের প্রসঙ্গ টেনে আনেন।

তিনি বলেন, “প্রভু রামের নীতি ‘প্রাণ যাক, প্রতিশ্রুতি নয়’ এখন নতুন ভারতের নীতি হয়ে উঠেছে। পহেলগামে জঙ্গি হামলার পর বিহারে এসেছিলাম আমি। কত নিরীহ মানুষ মারা গিয়েছেন সেই সন্ত্রাস হামলায়। আমি জনসভায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দিয়েছিলাম সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করে দেওয়া হবে। কল্পনাতীত শাস্তি দেওয়া হবে তাঁদের। আজ আমি নিজের দেওয়া সেই কথা রেখে তবেই বিহারে এসেছি।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।