দফায় দফায় চলছে বৈঠক, আজ বিকেলের পরেই জারি করা হতে পারে SSC-র নয়া নিয়োগ বিধি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৩১ মের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার জন্য প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে, ৩০ মের মধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে স্কুল সার্ভিস কমিশন (SSC) পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশ করতে চলেছে। আজ, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই এই নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
নতুন নিয়োগ বিধি চূড়ান্ত করার লক্ষ্যে আজ সকালে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। এই বৈঠকে মূলত পরীক্ষার নম্বর বণ্টন, অর্থাৎ লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার জন্য কত নম্বর বরাদ্দ করা হবে, তা চূড়ান্ত করা হবে। বিষয়টি চূড়ান্ত হলেই নয়া বিধির বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।
নতুন বিধিতে কী থাকছে?
এসএসসি সূত্রে জানা গেছে, নিয়োগ বিধি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে, নম্বর বণ্টনের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে এই নতুন বিধিতে:
OMR শিট সংরক্ষণ: ওএমআর (OMR) শিটের আসল কপি তিন বছরের জন্য এবং স্ক্যান কপি দশ বছরের জন্য সংরক্ষণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় কাউন্সেলিং: কাউন্সেলিং প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। এবার আর জোন ভিত্তিক কাউন্সেলিং হবে না, বরং কেন্দ্রীয়ভাবে কাউন্সেলিং করা হবে। এতে জোনভিত্তিক অস্বচ্ছতার অভিযোগ কমবে বলে আশা করা হচ্ছে।
সিলেবাস: নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে না পুরনো সিলেবাসেই এই পরীক্ষা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, এসএসসির তরফে আগেই জানানো হয়েছিল ওএমআর শিটের কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন প্রার্থীরা।
প্যানেলের মেয়াদ: নবম-দশম এবং একাদশ-দ্বাদশের প্যানেল তৈরির পর তার মেয়াদ এক বছর থাকবে।
ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি: স্বচ্ছতা বজায় রাখতে প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি করা হবে বলেও নতুন নিয়ম বিধি অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে।
নবান্নের অনুমোদন পেলেই আজকেই নতুন নিয়োগ বিধির বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে বলে সূত্রের খবর। পাশাপাশি, আগামীকাল (৩০ মে) এসএসসি নিয়োগের মূল বিজ্ঞপ্তি জারি করবে। সেই বিজ্ঞপ্তিতে কবে থেকে আবেদন করা যাবে এবং কতদিন আবেদন করা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। তবে লিখিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।