OMG! জাতীয় সড়কে অটোকে পিষে দিল লরি, দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ১১৬বি জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ইরিঞ্চি ব্রিজের কাছে একটি লরি একটি অটোরিকশাকে পিষে দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের কাঁথি ও তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার গভীর রাতে অটোটি কাঁথির দিকে ফিরছিল। রাত আনুমানিক দুটো নাগাদ লরি ও অটোর মধ্যে সংঘর্ষ হয়। মৃত ও আহতরা কাঁথির বসন্তিয়া গ্রামের বাসিন্দা। খেজুরি ও মারিশদা থানার পুলিশ উদ্ধার কাজ চালিয়েছে।

অটোতে দুটি শিশুসহ পরিবারের আটজন সদস্য ছিলেন। জানা যায়, ঈদের ছুটি কাটাতে তাঁরা দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় দুটি বাচ্চার মধ্যে মেয়েটির এবং একজন মহিলার বেঁচে থাকার আশা রয়েছে, তবে ছেলেটির অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর লরির চালক ও খালাসি পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।