লিভার ক্যানসারে আক্রান্ত ‘সসুরাল সিমর কা’ অভিনেত্রী দীপিকা, জানালেন কঠিন জার্নির কথা

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ‘সসুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রীর লিভারে একটি বড় টিউমার ধরা পড়েছে, যা পরবর্তী সিটি স্ক্যান এবং রক্ত পরীক্ষার পর ক্যানসারের জীবাণু বহন করছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এটি তাঁর জীবনের অন্যতম কঠিন সময় বলে উল্লেখ করেছেন দীপিকা।
সম্প্রতি দীপিকা কক্কর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের স্বাস্থ্য নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি জানান, বিগত কয়েক সপ্তাহ তাঁর জন্য বেশ কঠিন ছিল। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আপনারা সকলেই জানেন বিগত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল। পেটের উপরিভাগে মারাত্মক যন্ত্রণা নিয়ে আমি হাসপাতালে এসেছিলাম। তারপর পরীক্ষা করে দেখা যায় আমার লিভারে একটা টিউমার রয়েছে, যার সাইজ টেনিস বলের মতো।”
তিনি আরও লেখেন, “চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারে ক্যানসারের জীবাণু ধরা পড়েছে। অর্থাৎ স্টেজ টু ক্যানসারে আক্রান্ত আমি। আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় এটা।” এই কঠিন জার্নির মধ্যেও তিনি মন থেকে ইতিবাচক থাকার চেষ্টা করছেন বলেও জানান অভিনেত্রী।
চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। দীপিকা এই পরিস্থিতিতে ঈশ্বরের উপর আস্থা রাখছেন এবং আশা করছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাঁর ভক্তরা এবং শুভাকাঙ্ক্ষীরা দীপিকার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়তেই টেলিভিশন জগতে তাঁর সহকর্মী এবং ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দীপিকার এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম এবং পরিবার।