কিডনি পাচারের সঙ্গে যুক্ত বর্ধমানের এই ডাক্তার? কাঁড়ি-কাঁড়ি টাকা, সোনা-জহরত উদ্ধার করল CBI

কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের এক চিকিৎসকের বাড়িতে রাতভর তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। শনিবার রাত এগারোটা থেকে রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় চিকিৎসক তপনকুমার জানার বাড়িতে এই অভিযান চলে।
সিবিআই হানার বিস্তারিত বিবরণ
সিবিআই-এর প্রায় আট সদস্যের একটি দল শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে সমন্বয় করে চিকিৎসক তপনকুমার জানার বাড়িতে পৌঁছায়। জানা গেছে, কিডনি পাচারের তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
পরিবার সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলাকালীন চিকিৎসক তপনকুমার জানা বাড়িতে ছিলেন না। তবে তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা বাড়িতেই উপস্থিত ছিলেন। সিবিআই সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই চিকিৎসকের বাড়ি থেকে প্রায় ২৪ লক্ষ টাকার হিরে, সোনার গহনা এবং মূল্যবান রত্ন উদ্ধার করা হয়েছে। এছাড়াও, কম্পিউটারের হার্ডডিস্ক এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করে নিয়ে গেছেন সিবিআই তদন্তকারী দলের সদস্যরা।
কে এই চিকিৎসক তপনকুমার জানা?
জানা যাচ্ছে, চিকিৎসক তপনকুমার জানা বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের শারীরিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত। তার স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা কলকাতার কোনো একটি মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন।
পরিচারিকা শিখা মাঝি এই বিষয়ে জানান, “ওরা ঢুকল আমি দরজা খুলে দিলাম। ডাক্তারবাবু ঘরে ছিলেন না। ম্যাডাম ছিলেন। ঘরের ভিতরে কী কী হয়েছে জানি না। আর কিছু দেখতে পাইনি। আমাদের ঘর আলাদা।”
প্রাথমিক তদন্তে সিবিআই সন্দেহ করছে যে, এই চিকিৎসক কিডনি পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিবিআই এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে।