OMG! ৮ বছরের বালককে খুন করল ১২ বছরের কিশোর? ভয়াবহ ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কুলিয়া গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৮ বছর বয়সী এক বালককে খুনের অভিযোগে তারই ১২ বছর বয়সী এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। বাগদা থানার পুলিশ অভিযুক্ত নাবালককে জুভেনাইল আদালতে পাঠিয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, গত বুধবার (২১ মে, ২০২৫) বিকেলে ৮ বছর বয়সী ওই বালক প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলতে গিয়েছিল। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পরে একটি পুকুর থেকে বালকের দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বালকের পরিবারের অভিযোগ, তাদের ছেলের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তারা মনে করছেন, প্রতিবেশী নাবালকই তাকে মারধর করে মেরে ফেলেছে। এই অভিযোগের ভিত্তিতে বালকের পরিবার বাগদা থানায় প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করে এবং শুক্রবার (২৩ মে, ২০২৫) জুভেনাইল আদালতে পাঠায়।
অভিযুক্ত নাবালকের ঠাকুমা জানিয়েছেন, ওই বালক তাদের বাড়িতে খেলতে এসেছিল। কিন্তু কী করে এমন ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং খুব শীঘ্রই এই রহস্যের কিনারা করা হবে।