“সব লিমিট ক্রস করছে, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো…!”,-ED-কে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে বলে কড়া মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। তাঁর পর্যবেক্ষণ, ইডি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরও আঘাত হানছে।
ইডি দাবি করেছিল, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন সেখানকার আবগারি দফতর পরিচালনা করে এবং সংস্থাটি এক হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত। ইডি অভিযোগ করে, এই সংস্থা বিভিন্ন ডিস্টিলারিকে মদ সরবরাহের জন্য বিপুল পরিমাণ টাকা দিয়েছে, যার কোনো হিসেব নেই। গত ২৩ এপ্রিল মাদ্রাজ হাইকোর্ট ইডিকে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তামিলনাড়ু সরকার গত ২০ মে সুপ্রিম কোর্টে মামলা করে। সেই মামলার শুনানিতেই দেশের শীর্ষ আদালত এই কড়া পর্যবেক্ষণ দিয়েছে। ওই পর্যবেক্ষণের পাশাপাশি মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের উপর বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করা হয়েছে। অর্থাৎ, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিরুদ্ধে ইডির তদন্ত আপাতত বন্ধ থাকবে।
মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। ইডির তদন্তে সেই এক্তিয়ার লঙ্ঘন হচ্ছে।
তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে, ইতিমধ্যেই সেখানকার ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স ও দুর্নীতি দমন শাখা মদের বিভিন্ন আউটলেটের বিরুদ্ধে ৪১টি এফআইআর দায়ের করেছে, যা ২০১৪-২০২১ সালের মধ্যে করা হয়েছিল।
আদালতে তামিলনাড়ু সরকার আরও জানিয়েছে, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের বিভিন্ন শাখায় ইডির তদন্ত বা তল্লাশি অভিযান কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক্তিয়ার বহির্ভূত কাজ। তাদের মতে, ইডি বেআইনিভাবে তদন্ত করছে।
ইডির বিরুদ্ধে পুরনো অভিযোগ ও PMLA প্রসঙ্গ
এই প্রথম নয়, ইডির বিরুদ্ধে এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করার অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে। তাদের গ্রেপ্তার পদ্ধতি নিয়েও সুপ্রিম কোর্ট-সহ দেশের একাধিক আদালত প্রশ্ন তুলেছে। যে আইনের বলে ইডি তদন্ত করে, সেই PMLA (Prevention of Money Laundering Act) নিয়েও প্রশ্ন উঠেছে।
আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া আম আদমি পার্টির একাধিক নেতার জামিনের আর্জি মঞ্জুরের সময় সুপ্রিম কোর্ট গ্রেপ্তার ও তদন্তের পদ্ধতি নিয়ে এর আগেও ইডিকে সতর্ক করেছে। এবার তামিলনাড়ু সরকারের একটি সংস্থার বিরুদ্ধে তদন্ত করা নিয়ে ইডিকে সরাসরি তিরস্কার করা হলো।