SPORTS: ৩৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস, রেকর্ড গড়েই আইপিএল শেষ করলেন বৈভব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে আবারও চমক দেখালেন ১৪ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ জেতানো অর্ধশতক হাঁকানোর পাশাপাশি নিজের অভিষেক মৌসুমেই তিনি গড়েছেন জোড়া রেকর্ড, যা ক্রিকেটের ইতিহাসে এক নতুন বার্তা নিয়ে এসেছে।

গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যালসের জয়ের ম্যাচে বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৫৭ রানের এক দারুণ ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কার মার। এই ৪টি ছক্কাই তাকে আইপিএলের আরও এক পরিসংখ্যান তালিকার শীর্ষে নিয়ে গেছে।

এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে এখন বৈভব সূর্যবংশীর নাম যুক্ত হয়েছে। আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই তিনি হাঁকিয়েছেন ২৪টি ছক্কা। ২০১৭ সালের আসরে ঋষভ পান্তও ২৪টি ছক্কা মেরেছিলেন, তখন পান্তের বয়স ছিল ১৯ বছর ৭ মাস। বৈভব সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই তাকে ছুঁয়ে ফেললেন। যদিও রাজস্থান রয়্যালসের আর কোনো ম্যাচ বাকি না থাকায় এই রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারছেন না তিনি।

এই ফিফটি দিয়ে বৈভব সূর্যবংশী আরও একটি এলিট লিস্টে নিজের নাম তুলে এনেছেন। ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ১৬ বছর পেরুনোর আগেই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে একাধিক অর্ধশতক করার কৃতিত্ব অর্জন করেছেন। তার আগে এই কীর্তি ছিল লুইস ব্রুস (জিব্রাল্টার জাতীয় দল) এবং হাসান ইসাখিলের (বুস্ট ডিফেন্ডার্স)। লুইস ব্রুস ৬টি অর্ধশতক করে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছেন।

১৬ বছরের আগে প্রথম শ্রেণীতে সর্বোচ্চ অর্ধশতক:

৬ – লুইস ব্রুস (জিব্রাল্টার জাতীয় দল)
২ – হাসান ইসাখিল (বুস্ট ডিফেন্ডার্স)
২ – বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস)

ম্যাচে ভারতের দুই তরুণ ওপেনার আয়ুশ মাহাত্রে (চেন্নাই সুপার কিংস) এবং বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) নিজ নিজ দলের সেরা ব্যাটার হিসেবে নজর কেড়েছেন। আয়ুশ দলীয় সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন।

পয়েন্ট টেবিলের তলানির দুই দলের এই দেখায় অবশ্য জিতেছে রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের দেওয়া ১৮৮ রানের টার্গেট তারা ১৭ বল হাতে রেখেই পেরিয়ে গেছে, যা বৈভব সূর্যবংশীর উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে সম্ভব হয়েছে। আইপিএল অভিষেকেই এই তরুণ ক্রিকেটারের এমন অসাধারণ পারফরম্যান্স ভবিষ্যতের জন্য দারুণ ইঙ্গিত বহন করছে।