দেড় লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বিডিও ও অ্যাকাউন্ট্যান্ট!

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের এক নজিরবিহীন ঘটনায় বিহারের আরারিয়া জেলার রানিগঞ্জ ব্লকের (Raniganj) বিডিও (Block Development Officer) এবং ব্লকের অ্যাকাউন্ট্যান্টকে অন্তত দেড় লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার করেছে রাজ্য ভিজিল্যান্স টিম। এই ঘটনায় জেলার প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির উপ-প্রমুখ কলানন্দ সিং এবং তার সহকর্মী শম্ভু যাদব রাজ্য ভিজিল্যান্সের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাদের অভিযোগ অনুযায়ী, একটি ১৫ লক্ষ টাকার সরকারি প্রকল্পের জন্য বিডিও এবং ব্লকের অ্যাকাউন্ট্যান্ট দেড় লক্ষ টাকা ঘুষ দাবি করছিলেন। এই ঘুষের টাকা না দিলে প্রকল্পের প্রাপ্য অর্থ মিলবে না বলেও তারা অভিযোগ করেছিলেন। এই অভিযোগ পাওয়ার পরই রাজ্য ভিজিল্যান্স গোপনে তদন্ত শুরু করে।

মঙ্গলবার (২০ মে, ২০২৫) রাতে ভিজিল্যান্স একটি ফাঁদ পাতে। অভিযুক্ত বিডিও-র সরকারি বাংলোতে যখন তিনি অভিযোগকারীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন, ঠিক তখনই ভিজিল্যান্স টিম তাকে হাতেনাতে ধরে ফেলে। একই সময় ব্লকের অ্যাকাউন্ট্যান্টকেও গ্রেপ্তার করা হয়।

পরবর্তী পদক্ষেপ
গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত দু’জনকেই সড়কপথে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।