SSC দুর্নীতি! মমতা-ব্রাত্যকে খোলা চিঠি লিখলেন চাকরিহারারা, সাড়া দেবেন তাদের এই দাবিতে?

এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে ২৫,৭৫২ জনের চাকরি বাতিলের ঘটনায় তোলপাড় রাজ্য। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় রাতারাতি চাকরিহারা হয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী। এই অনিশ্চিত পরিস্থিতিতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মাঝেই ‘যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ’-এর সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি খোলা চিঠি লিখেছেন।

বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া চাকরিহারাদের দাবি, তাঁরা সোমবার রাতেই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ইমেল পাঠিয়ে তাঁদের অবস্থার কথা জানিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই ইমেলের কোনো জবাব না পাওয়ায় এবার তাঁরা খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন।

‘যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (বুধবার) বিকেলে মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন তাঁরা। একজন প্রতিবাদী বলেন, “মেলের জবাব না পাওয়ায় আমরা খোলা চিঠি জমা করেছি।” আন্দোলনকারীরা আশাবাদী যে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারলে একটি রফাসূত্র খুঁজে পাওয়া যাবে।

জানা যাচ্ছে, চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা মূলত পরীক্ষায় না বসেই যাতে চাকরি সুনিশ্চিত করা যায়, সেই বিষয়েই আলোচনা করতে চাইছেন। এই খোলা চিঠির পর মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাঁদের এই আবেদনে সাড়া দেন কিনা, সেদিকেই এখন সকলের নজর।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের নির্দেশ প্রথমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল। সুপ্রিম কোর্টে আপিল করা হলেও শীর্ষ আদালতও একই রায় বহাল রাখে। তবে দীর্ঘ টানাপড়েনের পর সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, যারা ‘অযোগ্য’ বা ‘দাগি’ হিসেবে চিহ্নিত নন, সেই শিক্ষকরা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন এবং বেতনও পাবেন। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে পুরনো রায়ই বহাল রাখা হয়েছে, অর্থাৎ তাঁদের চাকরি বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে চাকরিহারাদের আন্দোলনের ভবিষ্যৎ এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সকলে।