টাকা-পয়সা নিয়ে বচসা, ঘুমন্ত দাদার গায়ে পেট্রল ঢেলে আগুন দিল ভাই, ধরে নিয়ে গেল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে এক পৈশাচিক ঘটনা ঘটল ওল্ড মালদহের মহিষবাথানীতে। অভিযোগ, নিজের দাদার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে মহিষাবাথান গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত ব্যক্তির নাম যতন কোলে (৫৪), যিনি একজন পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করতেন। তাঁর ভাই নন্দন কোলের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যতন সম্প্রতি কাজ থেকে বাড়ি ফিরেছিলেন। এর পর থেকেই ভাই নন্দনের সঙ্গে টাকা ভাগাভাগি এবং সম্পত্তি নিয়ে তাঁর বিবাদ শুরু হয়। অভিযোগ, গতকাল রাতে নন্দন মদ্যপান করে বাড়ি আসে। এরপরই ঘুমন্ত দাদা যতনের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

যতনের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই দ্রুত তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, যতন অবিবাহিত ছিলেন। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভের আবহ তৈরি হয়েছে। খবর পেয়ে যতনের দিদি জলি কর্মকার, যিনি ইটাহারে বিবাহ করেছেন, ঘটনাস্থলে আসেন। তিনিই নন্দনের বিরুদ্ধে পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ নন্দনকে গ্রেফতার করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।