“বলিউডে সুবিধার ভিত্তিতে অনেকেই কাজ পেয়ে যায়”-ফের বিস্ফোরক নওয়াজউদ্দিন

বলিউডে সুযোগ পাওয়া এবং ইন্ডাস্ট্রির ভেতরের পরিস্থিতি নিয়ে প্রায়শই বিভিন্ন তারকারা মন্তব্য করে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, যিনি ইন্ডাস্ট্রির স্বজনপ্রীতি, তথাকথিত বন্ধুত্ব এবং অভিনয়ের মান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
নওয়াজউদ্দিন, যিনি চলচ্চিত্র জগতে তার দীর্ঘ জার্নির কথা উল্লেখ করে জানান, তার আসল বন্ধুরা কেউই ইন্ডাস্ট্রির নন। বরং, তিনি এখনও ভালো কাজ করার জন্য প্রাণপণ লড়াই করছেন। তার কথায়, “এখানে সুবিধার ভিত্তিতে অনেকেই কাজ পেয়ে যায়। এমন অনেকেই আছেন যাদের হয়তো ভরসাও করা যায় না। তাও তারা এই ইন্ডাস্ট্রিতেই রয়েছেন।”
ইন্ডাস্ট্রির বন্ধুত্ব প্রসঙ্গে নওয়াজউদ্দিনের মন্তব্য আরও কড়া। তিনি বলেন, “এই ইন্ডাস্ট্রিতে তেমন কোনো সম্পর্ক নেই, যা দীর্ঘস্থায়ী। প্রতিটি অভিনেতাকেই অনেকবার নিরাপত্তাহীনতায় ভুগতে দেখা গেছে। ইন্ডাস্ট্রিতে কারো সঙ্গে কারোরই বন্ডিং তেমন স্ট্রং নয়। পাশাপাশি বিশ্বাসযোগ্যতারও যথেষ্ট অভাব রয়েছে অনেক ক্ষেত্রে।”
নওয়াজউদ্দিন বরাবরই তার মন ছুঁয়ে যাওয়া অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন। এবার তাকে বলিউডের অপ্রশিক্ষিত এবং অনভিজ্ঞ অভিনেতাদের প্রধান ভূমিকায় অভিনয়ের বিষয়েও কথা বলতে দেখা গেল, যা চলচ্চিত্রের অভিনয়ের মানকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি নওয়াজের।
তিনি বলেন, “অনেক অভিনেতা এতটুকুও নির্ভরযোগ্য নয়। তাদের কোনো না কোনো ভাবে অভিনয় করানোর জন্য তৈরি করা হয়। যা কেবল আমাদের ইন্ডাস্ট্রিতেই সম্ভব। অন্যান্য ইন্ডাস্ট্রিতে কেবল পেশাদার এবং প্রশিক্ষিত অভিনেতাদের প্রয়োজন। অন্যথায় তাদের সুযোগই দেওয়া হয় না কোনো ভাবে।”
নওয়াজউদ্দিনের এই মন্তব্য বলিউডের ভেতরের স্বজনপ্রীতি এবং যোগ্যতা ছাড়াই সুযোগ পাওয়ার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এল, যা ইন্ডাস্ট্রির বহু নতুন ও প্রতিষ্ঠিত শিল্পীর কাছে এক গভীর উদ্বেগের কারণ। তার এই স্পষ্টবাদী মন্তব্য বলিউডের বর্তমান অবস্থা নিয়ে আরও আলোচনার জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।