“পুরো পাকিস্তানই আমাদের রেঞ্জে”, ভারতের ক্ষমতা মনে করিয়ে কড়া বার্তা দিলেন সেনাকর্তা

“পুরো পাকিস্তানই আমাদের রেঞ্জে।” এই বিস্ফোরক মন্তব্য করে ভারতীয় সেনাবাহিনীর সামর্থ্য সম্পর্কে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ১৫ নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা। সোমবার একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের যে কোনো অঞ্চলে আঘাত হানার ক্ষমতা ভারতের রয়েছে।

ডি’কুনহা বলেন, “পাকিস্তানের যে কোনও অঞ্চলে যাতে আঘাত হানা যায়, সেই সামর্থ্য ভারতের রয়েছে। ওরা সেনার সদর দপ্তর খাইবার পাখতুনখাওয়ায় সরিয়ে নিয়ে গেলেও, কোনও লাভ নেই। পাকিস্তানের সর্বত্র আমরা পৌঁছাতে পারি। পুরো দেশটাই আমাদের রেঞ্জে।” এই মন্তব্য পাকিস্তানের সামরিক পরিকল্পনা এবং সুরক্ষার ধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

পহলগামে জঙ্গি হামলার পর গত ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এই অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়, যেখানে প্রায় ১০০ জঙ্গি নিহত হয় বলে ভারতীয় সেনা দাবি করেছে। এই ভারতীয় প্রত্যাঘাতের পর পাকিস্তানও ভারতের একাধিক সীমান্ত শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে।

ডি’কুনহা আরও জানান, “সীমান্তে উত্তেজনার আবহে পাকিস্তান চারদিনে প্রায় ৮০০ থেকে ১০০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল।” তবে, তিনি নিশ্চিত করেছেন যে, “সবক’টি পাক ড্রোন ধ্বংস করা হয়েছে।” ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে রাশিয়ান এস-৪০০ ট্রায়াম্ফ এবং দেশীয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এই হামলা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

টানা কয়েকদিনের হামলা-পাল্টা হামলার পর আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে গত ১০ মে থেকে সংঘর্ষবিরতি চলছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভারতীয় সেনার এই শীর্ষকর্তার মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, সীমান্ত শান্ত থাকলেও ভারতের সামরিক সক্ষমতা এবং সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই বার্তা পাকিস্তানের জন্য এক সুস্পষ্ট সতর্কবার্তা, যা ভবিষ্যতে যেকোনো সামরিক অ্যাডভেঞ্চার থেকে বিরত থাকতে তাদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।